সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন নেহা কক্কর। মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়ে প্রায় তিন ঘন্টা পরে সেখানে উপস্থিত হন নেহা কক্কর। শ্রোতাদের অপেক্ষা করিয়ে রাখার ফলে নেহা স্টেজে উঠতেই তাঁর দিকে ধেয়ে আসে 'গো ব্যাক' স্লোগান। দর্শকের রোষের মুখে পড়ে কাঁদতে শুরু করেন নেহা।

 

 

এই ঘটনা নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের তির ধেয়ে আসে নেহার দিকে। নিজেকে নিয়ে সাফাই দিতে গিয়ে গায়িকা অভিযোগের আঙুল তোলেন অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে। জানান, এক টাকাও পারিশ্রমিক পাননি তিনি। এবার নেহার এই অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন শোয়ের আয়োজকরা। একইসঙ্গে দাবি করলেন তাঁদের কাছে সব তথ্যপ্রমাণও রয়েছে। 

 


সমাজমাধ্যমে তাঁরা জানিয়েছেন, 'নেহা কক্করের শোয়ে কী ঘটেছিল তার সমস্ত তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে। প্রত্যেকের মুখোশ টেনে খুলে দেব।' এই শোয়ে নেহাকে এনে তাঁরা কত বড় ভুল করেছেন সেই জন্য আফশোস করছেন আয়োজকরা। কারণ তাঁর জন্য কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই হিসাবও সমাজমাধ্যমে তুলে ধরেছেন শোয়ের আয়োজকরা। নেহার এই অনুষ্ঠানের পর তাঁরা দেনার দায়ে ডুবে গিয়েছেন। নেহাকে আমন্ত্রণ জানানোই তাঁদের ভুল ছিল বলে আক্ষেপও করেছেন আয়োজকরা। বিটস প্রোডাকশন তরফে নেহার সিডনি এবং মেলবোর্নের অনুষ্ঠানের বিস্তারিত খরচের যে তালিকা প্রকাশ করে নেহাকে 'অপেশাদার' তকমা দেওয়া হয়েছে।