বলিউড অভিনেত্রী আলিয়া ভাট হঠাৎ করেই ফের খবরের শিরোনামে। না, না কোনও ছবি সংক্রান্ত অথবা তাঁর সম্পর্ক নিয়ে নয়। তাহলে? কারণ এইমুহূর্তে তো আলিয়ার কোনও সিনেমা মুক্তি পাচ্ছে না। তাহলে কেন তাঁর নামচর্চা? আসলে গত ১৪ আগস্ট নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) চণ্ডীগড় শাখা একটি ভিডিও শেয়ার করে, যেখানে আলিয়া মুখ্যভূমিকায় অভিনয় করেন। উদ্দেশ্য—‘নেশামুক্ত ভারত’ প্রচারাভিযানকে সামনে এগিয়ে নেওয়া।

মাত্র ৩০ সেকেন্ডের নেশামুক্তি অভিযানের স্বপক্ষে ওই ভিডিওতে আলিয়ার বার্তা ছিল —
“নমস্কার, আমি আলিয়া ভাট। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই একটি অত্যন্ত গুরুতর সমস্যা নিয়ে—মাদকাসক্তি। এটি শুধু আমাদের জীবন নয়, আমাদের সমাজ ও দেশকেও হুমকির মুখে ফেলছে। তাই আসুন, আমরা সবাই মিলে মাদকবিরোধী এই অভিযানে এনসিবি-কে সমর্থন করি। বলি—‘হ্যাঁ জীবনকে, না মাদককে’।”

ভিডিওতে আলিয়া দর্শকদের অনুরোধ করেন অনলাইনে গিয়ে ‘ই-প্লেজ’ নিতে, অর্থাৎ মাদকবিরোধী শপথে সামিল হতে।

আলিয়ার এই ভিডিও চোখে পড়ার পরমুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল প্রতিক্রিয়া। ভিডিও পোস্ট হওয়ার পর থেকেই কমেন্ট সেকশনে নামতে থাকে ব্যাপক কটাক্ষ। এবং সেই সমালোচনার স্রোত এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় যে, এনসিবি বাধ্য হয় কমেন্ট সেকশন বন্ধ করে দিতে।

?ref_src=twsrc%5Etfw">August 14, 2025

আলিয়ার উদ্দেশ্যে নেটিজেনদের প্রতিক্রিয়ার কয়েকটি ঝলক:

“ওর পুরো পরিবারই তো মাদকাসক্ত!”

“চোরকেই পাহারাদার বানানো হল।”

“এরা নিজেরাই হাতেকলমে শিক্ষার থেকে জানে।”

“ক্লায়েন্ট বেশি আনলে ডিসকাউন্ট পাওয়া যায়—এই ধরনের প্রমোশন নাকি!”

কেউ আবার শেয়ার করেছেন সেই বিতর্কিত পুরনো ভাইরাল ভিডিও, যেখানে করণ জোহরের বাড়ির পার্টিতে রণবীর কাপুর, দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান সহ একাধিক সেলেবের খানিক তূরীয় অবস্থা, হাবভাব দেখে অভিযোগ উঠেছিল—ওই পার্টিতে নাকি দেদার মাদকসেবন  চলেছিল!

এমনকি এক নেটিজেন আলিয়ার স্বামী রণবীর কাপুরের পুরনো ইন্টারভিউ খুঁজে এনে লিখেছেন—রণবীর একসময় স্বীকার করেছিলেন যে তিনি রকস্টার ছবির জন্য অভিনয়ের সহায়ক হিসেবে গাঁজা (weed) ব্যবহার করেছিলেন।

অন্যদিকে, বলিউড ও এনসিবি— পরস্পরের সঙ্গে সম্পর্ক যেমন ঝোড়ো, তেমনই পুরনো।  তাই আলিয়ার ভিডিওকে ঘিরে বিতর্ক নতুন হলেও, বলিউডের সঙ্গে এনসিবির সম্পর্ক অনেক পুরনো।২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকচক্রে তদন্তে নামে এনসিবি। দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর—অনেকে তলব হন। ২০২১ সালে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হন ক্রুজ শিপে মাদক কাণ্ডে। যদিও ২০২২ সালে তিনি সব অভিযোগ থেকে মুক্ত হন।

 

কেরিয়ারের দিক থেকে এখন দুর্দান্ত ব্যস্ত জাতীয় পুরোস্কারবিজয়ী এই অভিনেত্রী। সামনে আসছে তাঁর যশ রাজ ফিল্মসের অ্যাকশন থ্রিলার ‘আলফা’। এছাড়া সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে পর্দা ভাগ করবেন আলিয়া। আগামী বছর মুক্তি পাবে সেই ছবি।