সংবাদসংস্থা মুম্বই: দক্ষিণী ছবির 'লেডি সুপারস্টার' নয়নতারা। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই ভালবাসেন অভিনেত্রী। এমনকী খুব বেশী সাক্ষাৎকারেও দেখা যায় না তাঁকে। সম্প্রতি 'নয়নতারা-বিয়ন্ড দ্য ফেয়ারিটেল' তথ্যচিত্রে নিজের জীবন ও কেরিয়ার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। 

 

আর সেখানেই তাঁর সম্পর্কে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনকেই মান্যতা দিয়েছেন নয়নতারা। নিজের এক প্রেমিকের পরামর্শে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি,এ কথাও জানিয়েছেন অকপটে। 


প্রভু দেবার সঙ্গে নয়নতারার প্রাক্তন প্রেম কারওর অজানা নয়। গুঞ্জন, প্রভু দেবার কথাতেই নাকি অভিনয় জগৎ থেকে এক সময় সরে এসেছিলেন নয়নতারা। ওই সাক্ষাৎকারে তিনি প্রাক্তন প্রেমিকের নাম না করেই বলেন, "ওই ব্যক্তিই আমায় সিনেমা ছেড়ে দিতে বলেছিলেন। এমন নয় যে আমার কাছে অন্য কোনও বিকল্প ছিল। তবে তিনি আমাকে সিনেমা ছেড়ে দিতে বলেছিলেন আর আমি ভালবাসার খাতিরে রাজি হয়ে গিয়েছিলাম।"

 

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, ২০১০-১৩ সাল নাগাদ প্রভু দেবার সঙ্গে নয়নতারার সম্পর্ক ছিল। প্রভু দেবা প্রকাশ্যে তাঁর স্ত্রী লতাকে ছেড়ে নয়নতারাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে নীরবতা বজায় রেখেছেন অভিনেত্রী। সেসময়, নয়নতারা কেরিয়ারে শীর্ষে থাকা সত্ত্বেও ২০১১ সালে প্রায় দু'বছরের জন্য ছবির জগৎ থেকে দূরে সরে যান।


পরে ২০১৩ সালে নয়নতারা আবারও ফিরে আসেন। এরজন্য অভিনেত্রী নাগার্জুনকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়, "যখন সবাই ভেবেছিল আমার কেরিয়ার শেষ, তখন উনিই আমায় কাজ দেন।"