ক্রমশ বলিউডে জাঁকিয়ে বলছেন ‘ব্যাড বয়’ নমোশি চক্রবর্তী! প্রথম ছবি রাজকুমার সন্তোষীর ‘ব্যাড বয়’। ছবিটি সফল না হলেও নমোশি কিন্তু পরিচিতি পেয়েছেন। এবার তাঁর পরের ছবির ঘোষণা। খবর, এবার তিনি মহেশ ভাটের ক্যাম্পে নাম লিখিয়েছেন। মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নিজে সাংবাদিকদের জানিয়েছেন, এটি প্রথম ছবির মতো রোমান্টিক কমেডি নয়। ভাট প্রযোজনা সংস্থার সিগনেচার রহস্য-রোমাঞ্চ ছবিতে এবার দেখা যাবে তাঁকে। ছবির নাম এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি নায়িকা, সহ-অভিনেতাদের নামও।
বাবা বাংলার মহাগুরু। একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করছেন। অসুস্থতাও তাঁকে দমাতে পারেনি। সম্ভবত সেই পথে হাঁটার চেষ্টায় নমোশিও। এমনিতেই তাঁর মধ্যে বলিউড ‘ডিস্কো ড্যান্সার’-এর মিঠুন চক্রবর্তীর ছায়া খুঁজে পাচ্ছে। চেহারায়, উচ্চতায়, চলনে বলনে যেন বাবার প্রতিচ্ছবি তিনি। বলিউডে যাতে মাটি কামড়ে পড়ে থাকতে পারেন তার জন্য অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা সংস্থাও খুলেছে।
এবিষয়ে নমোশির প্রবল উৎসাহ। পুরো পরিবারের প্রত্যেকের নামের আদ্যক্ষর দিয়ে প্রযোজনা সংস্থার নাম। তিনটি ছোট ছবি দিয়ে খাতা খোলা হবে। তার মধ্যে দুটো ছোট ছবি তৈরি হয়ে গিয়েছে। মিঠুনপুত্র জানিয়েছেন, প্রথম ছোট ছবির নাম ‘বাহার আ চমন প্রকাশ’। এই ছবিতে নমোশির সঙ্গে দেখা যাবে অমল গুপ্তেকে। দ্বিতীয় ছবি ‘তিতলি’। পরিচালনায় সাংবাদিক সপ্নিল রাজে। তৃতীয় ছবিটি থ্রিলার ‘ইজহার’। পরিচালনায় শ্রীকান্ত ভাট। এখানেও নায়ক নমোশি। আগামী বছরে তিনটি ছবি দিয়ে প্রযোজনা সংস্থার আনুষ্টানিক আত্মপ্রকাশ ঘটবে। মে মাসে শুট শুরু হবে রোম্যান্টিক-কমেডি সিরিজের। তাতে সামাজিক বার্তাও থাকবে।
বাবা বাংলার মহাগুরু। একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করছেন। অসুস্থতাও তাঁকে দমাতে পারেনি। সম্ভবত সেই পথে হাঁটার চেষ্টায় নমোশিও। এমনিতেই তাঁর মধ্যে বলিউড ‘ডিস্কো ড্যান্সার’-এর মিঠুন চক্রবর্তীর ছায়া খুঁজে পাচ্ছে। চেহারায়, উচ্চতায়, চলনে বলনে যেন বাবার প্রতিচ্ছবি তিনি। বলিউডে যাতে মাটি কামড়ে পড়ে থাকতে পারেন তার জন্য অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা সংস্থাও খুলেছে।
এবিষয়ে নমোশির প্রবল উৎসাহ। পুরো পরিবারের প্রত্যেকের নামের আদ্যক্ষর দিয়ে প্রযোজনা সংস্থার নাম। তিনটি ছোট ছবি দিয়ে খাতা খোলা হবে। তার মধ্যে দুটো ছোট ছবি তৈরি হয়ে গিয়েছে। মিঠুনপুত্র জানিয়েছেন, প্রথম ছোট ছবির নাম ‘বাহার আ চমন প্রকাশ’। এই ছবিতে নমোশির সঙ্গে দেখা যাবে অমল গুপ্তেকে। দ্বিতীয় ছবি ‘তিতলি’। পরিচালনায় সাংবাদিক সপ্নিল রাজে। তৃতীয় ছবিটি থ্রিলার ‘ইজহার’। পরিচালনায় শ্রীকান্ত ভাট। এখানেও নায়ক নমোশি। আগামী বছরে তিনটি ছবি দিয়ে প্রযোজনা সংস্থার আনুষ্টানিক আত্মপ্রকাশ ঘটবে। মে মাসে শুট শুরু হবে রোম্যান্টিক-কমেডি সিরিজের। তাতে সামাজিক বার্তাও থাকবে।
