সংবাদ সংস্থা মুম্বই: গত বছর মুক্তি পাওয়ার পর থেকেই চারপাশে ছিল শুধুই ‘কল্কি’র জয়জয়কার! তার জেরেই মাত্র ১১ দিনে ২০০ কোটি ছাপিয়ে গিয়েছিল এ ছবির বক্স অফিস কালেকশন। শুধু তাই নয়, এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির রেকর্ডও ভেঙে দিয়েছিল 'কল্কি'! দক্ষিণী সুপারস্টার প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবি মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে, নানা ভাষায়। এবার এই ছবির সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন পরিচালক নাগ অশ্বিন। সাফ সাফ জানিয়ে দিলেন এই ছবির সিক্যুয়েল নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন তিনি। এবং এই ছবিতে প্রভাসের চরিত্রটি আরও বেশি করে জায়গা দখল করে থাকবে এবারে।
পাশাপাশি আরও জানালেন, ‘কল্কি’ ছবিতে মূলত অশ্বত্থামা (অমিতাভ বচ্চন) এবং সুমতি-র (দীপিকা পাড়ুকোন) চরিত্র দু'টির প্রেক্ষাপটের কথা বলা হয়েছে। এবং সে সূত্রেই গল্প এগিয়েছে। তাই প্রবাসের চরিত্রটিকে খুব বেশিক্ষণ পর্দায় দেখা যায়নি। কিন্তু এবারে যাবে। ‘কল্কি’র সিক্যুয়েল মূলত প্রভাস এবং অমিতাভকে কেন্দ্র করেই এগোবে। পাশাপাশি থাকবে ততটাই অ্যাকশন। জানিয়ে রাখা ভাল, চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই 'কল্কি র সিক্যুয়েলের শুটিং শুরু হয়ে যাবে।
উল্লেখ্য, কল্কি তে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন প্রথম সারির বহু অভিনেতারা। পরিচালক রাজামৌলিও ছিলেন একটি চরিত্রে। পাশাপাশি এই ছবির অত্যাধুনিক ভিএফএক্স প্রশংসিত হয়েছে অনুরাগীমহলে। সমালোচকদের মতে, বিনোদনের সমস্ত উপকরণ মজুত রয়েছে এই ছবিতে। সিনেমার ম্যাজিক বলে যদি কিছু থাকে, তবে সেটা এই ছবিই। পুরাণ ও কল্পনাময় ভবিষ্যৎ ফুটিয়ে তুলতে এক অসাধারণ চিত্রনাট্য সাজিয়েছেন অশ্বিন। অনেকেই মনে করছেন এই ছবি দর্শক অনেকদিন মনে রাখবেন।
