সুনীল শেট্টির মেয়ে তথা ভারতীয় ক্রিকেটার কেএল শেট্টির স্ত্রী আথিয়া শেট্টির সই নকল করে বড়সড় জালিয়াতি! খুলেই বলা যাক বিষয়টা। ভুয়ো নথি ও জাল পরিচয়ের মাধ্যমে প্রায় ১.৪১ কোটি টাকা প্রতারণার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বইয়ের আম্বোলি থানার পুলিশ। অভিযোগকারী সংস্থা হরি মিডিয়া নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সংস্থার প্রাক্তন সিনিয়র ম্যানেজার ঋষভ সুরেখা, হুরে মুভিজের সিইও যশ নাগরকোটি এবং আশয় শাস্ত্রী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রতারণার মূল চক্রী হিসেবে ঋষভ সুরেখার নাম উঠে এসেছে। তিনি হরি মিডিয়া নেটওয়ার্কে ইনফ্লুয়েন্সার ব্র্যান্ডিং ও বিভিন্ন প্রকল্পের সমন্বয়ের দায়িত্বে ছিলেন। অভিযোগ, নিজের পদ ও সংস্থার অফিসিয়াল ইমেল আইডির অপব্যবহার করে তিনি ভুয়ো নথি ও জাল স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে অর্থ তুলে নেন।

 

 

 

 

 

 

তদন্তে উঠে এসেছে, হ্যাভেলস, মহিন্দ্রা লাইফস্পেসেস, রিয়েলমি ও বীরলা এস্টেটস-সহ একাধিক সংস্থার নাম ব্যবহার করে প্রায় ৫২ লক্ষ টাকা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছিলেন সুরেখা। পুলিশ আরও জানিয়েছে, এই প্রতারণার ক্ষেত্রে আশয় শাস্ত্রী অভিনেত্রী অথিয়া শেট্টির স্বাক্ষর নকল করেন এবং অভিনেতা আরশাদ ওয়ার্সির নাম ব্যবহার করে একটি ভুয়ো ইমেল আইডিও তৈরি করেন! 

 

ঘটনাটি সামনে আসে ২০২৪ সালের জানুয়ারি মাসে। অভিযোগ অনুযায়ী, ওই সময় সুরেখা হরি মিডিয়া নেটওয়ার্কের অফিসিয়াল ইমেল আইডি ব্যবহার করে অথিয়া শেট্টির ট্যালেন্ট ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেন এবং খন্না জুয়েলার্সের সঙ্গে ৪০ লক্ষ টাকার একটি এনডোর্সমেন্ট চুক্তি নিশ্চিত করেন। পুলিশ দাবি করেছে, অভিনেত্রীর স্বাক্ষর জাল করে তিনি সেই চুক্তির আওতায় ১৫ লক্ষ টাকা আদায় করলেও তা কখনওই অথিয়া শেট্টির হাতে তুলে দেওয়া হয়নি।

 

অতিরিক্ত অর্থ হাতানোর জন্য আরও এক ধাপ এগিয়ে সুরেখা নাকি অথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের নামে একটি ভুয়ো জোমাটো ইনভয়েসও তৈরি করেছিলেন। এই পুরো আর্থিক প্রতারণার বিষয়টি নিয়ে বর্তমানে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

এই ঘটনার মধ্যেই ব্যক্তিগত জীবনে নতুন বছরের শুরুটা পরিবারকে ঘিরেই কাটিয়েছেন অথিয়া শেট্টি ও কেএল রাহুল। নববর্ষ ২০২৬ উপলক্ষে তাঁদের কন্যা এভারাহ-কে নিয়ে একটি পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। ২০২৫ সালের ২৪ মার্চ কন্যাসন্তানের জন্ম দেন অথিয়া। এর আগে, ২০২৩ সালের ২৩ জানুয়ারি সুনীল শেট্টির খান্ডালার ফার্মহাউসে বিয়ে করেন অথিয়া ও রাহুল।

 

প্রতারণার এই অভিযোগ ঘিরে তদন্ত দ্রুতগতিতেই এগোচ্ছে, এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী আরও জিজ্ঞাসাবাদ ও নথি যাচাই করা হবে।