নিজস্ব সংবাদদাতা: তিনি দক্ষ অভিনেতা। দুই বাংলাতেই তাঁর জুড়ি মেলা ভার। তাঁকে নিয়ে বাংলাদেশের মানুষের প্রবল উন্মাদনা চলে সর্বত্র। তিনি মোশারফ করিম। এইমুহুর্তে কলকাতায় রয়েছেন তিনি। আর এই কলকাতা সফরের শুক্রবারের সন্ধ্যায় তিনি সস্ত্রীক হাজির দক্ষিণ কলকাতার এক নামি প্রেক্ষাগৃহে। উপলক্ষ? অক্ষয় কুমারের সদ্য মুক্তিপ্রাপ্ত নতুন ছবি 'সরফিরা' দেখার উদ্দেশ্যে। সাক্ষী থাকল আজকাল ডট ইন।

আজ্ঞে হ্যাঁ। হিন্দি ছবি দেখতে মোটের উপর তাঁর ভালই লাগে, নিজেই জানালেন 'মহানগর' সিরিজের এই জনপ্রিয় অভিনেতা। অক্ষয় কুমারের অভিনয়ের কী ভক্ত মোশারফ? জবাব দিলেন 'হুব্বা'র স্ত্রী -" না, না আলাদা করে মুক্তি পাওয়ামাত্রই কারও ছবি দেখতেই হবে এমন উচ্ছ্বাস ওঁর মধ্যে নেই। পরিবারের সবাই মিলে মজা করে ছবি দেখব, এটাতেই ওঁর আনন্দ"। তাহলে অক্ষয়ের 'সরফিরা' দেখার পরিকল্পনা কার? "দুইটা নয়, একটা কথাতেই বলি, পরিকল্পনা আমাদের দু'জনেরই"- হাসিমুখে জবাব ওপার বাংলার প্রথম সারির জনপ্রিয় অভিনেতার।

প্রসঙ্গত, প্রসঙ্গত, ঢাকার এক রাতের গল্পের প্রেক্ষপটে তৈরি হয়েছে হইচইয়ের ওয়েব সিরিজ ‘মহানগর’। সিরিজটি ২০২১ সালে মুক্তির পর দর্শকমহলে বিপুল সাড়া ফেলে। সিরিজ়ে ওসি হারুনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২৩-এ।  

উল্লেখ্য, এপার বাংলার ছবিতেও অভিনয় করেছেন মোশারফ। ছবির নাম 'হুব্বা'। 
ব্রাত্য বসু পরিচালিত সেই রাজনৈতিক ছবি ছিল অপরাধ ও কৌতুকের উপকরণে ঠাসা। নয়ের দশকে হুগলি জেলায় আবির্ভূত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের গল্পের ছায়ায় তৈরি এই ছবিতে নামভূমিকায় ছিলেন এই জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা। দর্শকমহলে তাঁর বলা সংলাপ জনপ্রিয় হওয়ার পাশাপাশি ছবিতে মোশারফের অভিনয়ের তারিফ আদায় করে নেয় সমালোচকমহলে।