আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ অন্যতম আলোচিত ছিল ববি দেওল এবং মোনা সিংয়ের চুম্বন দৃশ্যটি। এবার ববি দেওলের সঙ্গে সেই চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন মোনা সিং! বললেন, “ওটা ছিল আমার জীবনের সবচেয়ে মজার দৃশ্যগুলোর একটি”। আরিয়ান খানের পরিচালনায় তৈরি প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখনো উত্তেজনা তুঙ্গে। এবার সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী মোনা সিং জানালেন, ক্লাইম্যাক্সের সেই বিতর্কিত চুম্বন দৃশ্যের আড়ালের গল্প।

 

মোনা অভিনয় করেছেন নেত্রী ‘নীতা’ চরিত্রে। সিরিজের নায়ক আসমানের মা হিসেবে। ববি দেওল অভিনয় করেছেন সুপারস্টার ‘অজয় তলওয়ার’-এর চরিত্রে। ঠিক এই দুই চরিত্রের মধ্যেই ছিল সেই অপ্রত্যাশিত চুম্বন দৃশ্য, যা দেখে দর্শক হতবাক।

 

এক সাক্ষাৎকারে মোনা বলেন, “ওটা ছিল আমার জীবনের সবচেয়ে মজার দৃশ্যগুলোর একটা! আরিয়ান একদম পরিষ্কার ছিলেন, ওটা ও যেমনভাবে চাইছে, তেমন করেই হবে। ওই দৃশ্যে থাকবে না কোনও সংলাপ, কোনও চড়া আবহসঙ্গীত, শুধু নিঃশব্দ স্লো-মোশন! সেই শটটাই ম্যাজিক তৈরি করেছে পর্দায়। দর্শক এক মুহূর্তে বিশ্বাসই করতে পারেননি তারা যা দেখেছেন।”

 

 

তিনি আরও যোগ করেন, “আরিয়ান এই সিরিজের প্রতিটা ফ্রেম, ব্লকিং, তাল, লয় -সবকিছু নিজে হাতে ঠিক করতেন। ওর ভাবনা অসাধারণ, আর আমি খুশি ওর মতো পরিচালককে পেয়ে।”

 

আরিয়ানের অন্যতম সাহসী সিদ্ধান্ত ছিল ‘গুপ্ত’-এর কাল্ট গান দুনিয়া হাসিনো কে মেলা- গানটিকে নতুন করে উপস্থাপন করা এই সিরিজে। অবশ্য ছবিতে ওই ছবির নাম বদলে রাখা হয়েছে ‘সেহলাব’।  যদিও মোনা গুপ্ত ছবির মূল গানের ভিডিওতে ছিলেন না, আরিয়ান ডিজিটালি তাঁকে সেই ভিডিওতে যুক্ত করেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Netflix India (@netflix_in)