রাজনীতিতে অনীহা। অভিনয়েও নাকি অরুচি! মিঠুন চক্রবর্তীর তা হলে কীসে মন?
টলিপাড়ার টাটকা খবর, মহাগুরু খুব শিগগিরিই নাকি পেশা বদলাতে চলেছেন। এবার তিনি আইনজীবী হয়ে আদালতে মামলা লড়বেন। সওয়াল করবেন কখনও পক্ষ কখনও বিপক্ষের হয়ে। তাঁর পেশা বাদলানোর পিছনে নাকি কিছুদিন আগে ঘটে যাওয়া এক সত্য ঘটনা।
পুরোটাই রটনা নাকি নেপথ্য ঘটনাও আছে? ঘনিষ্ঠ সূত্রের খবর, রাতুল মুখোপাধ্যায় খুব শিগগিরিই তাঁর আগামী ছবির পরিচালনা শুরু করবেন। সেখানে উঠে আসবে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এক প্রেক্ষাপট। ঘটনাটি ততটাও চর্চিত নয়। কিন্তু চিত্রনাট্য লিখতে বসে পরিচালক এবং চিত্রনাট্যকারের মাথায় ঘুরপাক খেয়েছে এমন কিছু প্রশ্ন যা সমসাময়িক। এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। যার জবাব দরকার। সেই তাগিদ অনুভব করেই রাতুলের আগামী ছবির নাম 'সওয়াল'। যেখানে নাকি আইনজীবীর ভূমিকায় মিঠুন। চমক আরও আছে। ছবির প্রযোজক সম্ভবত জিৎ ফিল্মস ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট। মিঠুনের সঙ্গে নাকি এখনও চুক্তিপত্র স্বাক্ষর হয়নি।
মিঠুন রয়েছেন। ছবির গল্প ভিন্ন ধারার। তাই প্রযোজনার পাশাপাশি জিৎ কি ছবিতেও অভিনয় করবেন?
শোনা যাচ্ছে, নিজের চেনা জঁর ছেড়ে বেরোতে রাজি নন বাংলার সুপারস্টার। তাই এই ছবিতে তিনি প্রযোজক হিসেবেই খুশি। রহস্য-রোমাঞ্চ, গোয়েন্দা গল্পের পর ইদানীং কোর্টরুম ড্রামা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘অনুসন্ধান’ বা চন্দ্রাশিস রায়ের প্রথম সিরিজ ‘যাহা বলিব সত্য বলিব’ এর উদাহরণ। সূত্রের খবর, আদালতে সওয়াল-জবাব একঘেয়ে মনে হলেও আদতে তা নয়। এখান থেকে উঠে আসা নানা দিক। নানা ঘটনা। তাই তিনি এই ধরনের ছবিতে তৈরিতে হাত রাখতে চলেছেন।
রাতুলের ছবিতে রূপাঞ্জনা মিত্রকে কি কোনও ভাবে পাওয়া যাবে? গুঞ্জন, এখনও বাকি অভিনেতাদের নাম বাছাই হয়নি। তালিকা ঠিক হলে তাঁর নাম থাকতেও পারে।
টলিপাড়ার টাটকা খবর, মহাগুরু খুব শিগগিরিই নাকি পেশা বদলাতে চলেছেন। এবার তিনি আইনজীবী হয়ে আদালতে মামলা লড়বেন। সওয়াল করবেন কখনও পক্ষ কখনও বিপক্ষের হয়ে। তাঁর পেশা বাদলানোর পিছনে নাকি কিছুদিন আগে ঘটে যাওয়া এক সত্য ঘটনা।
পুরোটাই রটনা নাকি নেপথ্য ঘটনাও আছে? ঘনিষ্ঠ সূত্রের খবর, রাতুল মুখোপাধ্যায় খুব শিগগিরিই তাঁর আগামী ছবির পরিচালনা শুরু করবেন। সেখানে উঠে আসবে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এক প্রেক্ষাপট। ঘটনাটি ততটাও চর্চিত নয়। কিন্তু চিত্রনাট্য লিখতে বসে পরিচালক এবং চিত্রনাট্যকারের মাথায় ঘুরপাক খেয়েছে এমন কিছু প্রশ্ন যা সমসাময়িক। এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। যার জবাব দরকার। সেই তাগিদ অনুভব করেই রাতুলের আগামী ছবির নাম 'সওয়াল'। যেখানে নাকি আইনজীবীর ভূমিকায় মিঠুন। চমক আরও আছে। ছবির প্রযোজক সম্ভবত জিৎ ফিল্মস ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট। মিঠুনের সঙ্গে নাকি এখনও চুক্তিপত্র স্বাক্ষর হয়নি।
মিঠুন রয়েছেন। ছবির গল্প ভিন্ন ধারার। তাই প্রযোজনার পাশাপাশি জিৎ কি ছবিতেও অভিনয় করবেন?
শোনা যাচ্ছে, নিজের চেনা জঁর ছেড়ে বেরোতে রাজি নন বাংলার সুপারস্টার। তাই এই ছবিতে তিনি প্রযোজক হিসেবেই খুশি। রহস্য-রোমাঞ্চ, গোয়েন্দা গল্পের পর ইদানীং কোর্টরুম ড্রামা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘অনুসন্ধান’ বা চন্দ্রাশিস রায়ের প্রথম সিরিজ ‘যাহা বলিব সত্য বলিব’ এর উদাহরণ। সূত্রের খবর, আদালতে সওয়াল-জবাব একঘেয়ে মনে হলেও আদতে তা নয়। এখান থেকে উঠে আসা নানা দিক। নানা ঘটনা। তাই তিনি এই ধরনের ছবিতে তৈরিতে হাত রাখতে চলেছেন।
রাতুলের ছবিতে রূপাঞ্জনা মিত্রকে কি কোনও ভাবে পাওয়া যাবে? গুঞ্জন, এখনও বাকি অভিনেতাদের নাম বাছাই হয়নি। তালিকা ঠিক হলে তাঁর নাম থাকতেও পারে।
