নিজস্ব সংবাদদাতা: ক্ষত-বিক্ষত রক্তাক্ত মুখ, এলোমেলো চুল, বসে যাওয়া চোখ-মুখ থেকেও উপচে পড়ছে অদম্য জেদ আর সাহস। একরাশ আগুনের ফুলকির মধ্যে থেকে বেরিয়ে আসছেন মিমি। 'দুষ্টু কোকিল' থেকে সোজা 'ডাইনি'র রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী। 

 

 

প্রকাশ্যে এল 'হইচই'-এর সিরিজ 'ডাইনি'র টিজার। দুই বোনের গল্প ফুটিয়ে তুলবেন পরিচালক নির্ঝর মিত্র। 'লতা-পাতা'র অজানা কাহিনি ফুটিয়ে তুলবেন সিরিজের গল্পে। ছোটবেলার স্মৃতি হাতড়ে বেড়ায় 'পাতা'। এই চরিত্রে দেখা যাবে মিমিকে।বোনকে বিপদের হাত থেকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠে সে। 'লতা'কে রক্ষা করতে লড়ে সমাজের বিরুদ্ধে। এমনকী বোনের গায়ে একটুও বিপদের আঁচ লাগলে 'তাণ্ডব' হবে বলেও হুংকার দেয় সে। 

 

 

কিন্তু কোন বিপদ থেকে বোনকে বাঁচাতে লড়ছেন মিমি? তা টিজারে স্পষ্ট নয়। কিন্তু জানা যাচ্ছে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বলবে এই সিরিজ। কিছু পুরনো ধ্যানধারণা আর তার বিরুদ্ধে লড়াই, সত্যিকে বের করে আনার এক যুদ্ধেই তুলে ধরা হবে গল্পে। দুই বোন জড়িয়ে পড়ে একটি ডাকিনীতন্ত্রের প্যাঁচে। নির্ঝর মিত্রের পরিচালনায় নতুন এই ওয়েব সিরিজ বলবে লড়াই এবং সেই জীবনের ওঠাপড়া থেকে বেঁচে ফিরে আসার গল্প। গল্পে মিমির চরিত্রের যে বেশ জোরালো দিক রয়েছে তা বোঝাই যাচ্ছে। আগামী ১৪ মার্চ মুক্তি পাচ্ছে 'ডাইনি'।