এলা, গোরার বিয়ে যেন কিছুতেই মেনে নিতে পারছে না মৈনাক। প্রথম থেকেই তাদের বিয়ে এবং সম্পর্ক ভেস্তে দেওয়ার একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। এবার বউভাতের দিনই মুখোশ খুলতে চলেছে তার। কীভাবে মৈনাকের আসল সত্য ফাঁস করবে এলা?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে মৈনাকের কারসাজি ধরে ফেলবে এলা। কী দেখানো হয়েছে প্রোমোতে সেটা বলার আগে ব্যাক স্টোরি বলা প্রয়োজন। সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হয়েছে এলা এবং গোরার বিয়ে যখন কিছু করেই আটকাতে পারল না মৈনাক, তখন ভুয়ো অ্যাক্সিডেন্টের নাটক করে হাসপাতালে ভর্তি হয়। গোরা যখন দেখতে আসে, তখন তাকে শুনিয়ে এলার নামে কান ভাঙায় সে। বলে, নায়িকা নাকি তাকে প্রোপোজ করেছিল, ইঙ্গিত দেয় যে তার সঙ্গে এলা সম্পর্কে ছিল। এই কথা শুনে ভুল বোঝে নতুন স্ত্রীকে গোরা। এবার বউভাতের দিন যখন এলা এবং গোরা কাছাকাছি আসে ঠিক তখনই হাসপাতাল থেকে ফিরে আসে মৈনাক। এবং এলার পায়ে লাঠি দিয়ে হালকা করে মারে, যাতে সে হোঁচট খায়। গোরা ধরার আগেই মৈনাক এলাকে ধরে নেয়। আর তারপরই সবার সামনে মৈনাকের মুখোশ খোলে এলা। জিজ্ঞেস করে, গোরার তো হাত ভাঙা, স্লিং ব্যাগে হাত ঝোলানো। তাহলে সে যখন পড়ে যাচ্ছিল তখন কীভাবে মৈনাক তাকে দুই হাতে এভাবে ধরে ফেলল? এবার কি স্ত্রীর ইঙ্গিত বুঝতে পারবে গোরা? সকলের সামনে ফাঁস হবে মৈনাকের সত্য? নাকি আবারও কোনও গল্প এঁটে খলনায়ক বেঁচে যায় সেটাই দেখার। এই উত্তর পাওয়া যাবে আগামী পর্বে।
প্রসঙ্গত, সম্প্রতি এই গল্পে দেখানো হয়েছে, গোরা যখন মৈনাককে হাসপাতালে দেখতে আসে তখন তাকে শুনিয়ে সে বলে, এলা টিফিন বক্সে করে চিঠি দিত তাকে। মনের কথা জানিয়েছিল। এখন এলা অন্য কারও হয়ে যাওয়ায় সেটা মানতে পারছে না মৈনাক, সে মরে যেতে চায়। জানায়, এখন সে এলার এই কাজ দেখে বুঝতে পারছে, গোরা কেন প্রেম ভালবাসায় বিশ্বাস করে না। এসব শুনে, কিছু না জেনে বুঝেই এলাকে ভুল বোঝে গোরা। বলে, সে এলার থেকে এটা আশা করেনি। ভাবেনি এলা তাকে ঠকাবে। সে ডিভোর্সের কাগজ ধরাবে এলার হাতে, জানাবে ছয় মাস পর এই বিয়ে ভেঙে দেবে। অন্যদিকে এলা প্রতিজ্ঞা করে যে এই ছয় মাসের মধ্যে গোরাকে ভালবাসায় বিশ্বাস করিয়েই ছাড়বে সে। এখন গল্পে শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার।
প্রসঙ্গত, 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এটি প্রতিদিন রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়। 'গাঁটছড়া' ধারাবাহিকের পর এই ধারাবাহিকের হাত ধরে আবার ছোটপর্দায় ফিরল 'খড়িদ্ধি'র জনপ্রিয় জুটি।
