কেন ডিম্বানু সংরক্ষণ করতে হয়েছিল মোনা সিংকে? পুরনো 'যন্ত্রণা'র কথা জানিয়ে কী বললেন অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা
২৭ জানুয়ারি ২০২৬ ১৮ : ০৮
শেয়ার করুন
1
5
বলিউডের পরিচিত মুখ মোনা সিং আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনও নতুন ছবি বা সিরিজের জন্য নয়, বরং নিজের জীবনের এক সাহসী এবং ব্যক্তিগত সিদ্ধান্তের কথা প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মোনা জানিয়েছেন, কেন তিনি কেরিয়ারের মধ্যগগনে থাকা সত্ত্বেও অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন।
2
5
মোনা সিং জানান, বছর কয়েক আগে যখন তাঁর বয়স কিছুটা বাড়ছিল, তখন তাঁর পারিবারিক চিকিৎসক তাঁকে এই পরামর্শ দেন। চিকিৎসক তাঁকে বুঝিয়েছিলেন যে, সময়ের সঙ্গে সঙ্গে প্রজনন ক্ষমতা কমে আসাটা স্বাভাবিক। তাই ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনাকে সুরক্ষিত রাখতে এখন থেকেই ডিম্বাণু সংরক্ষণ করে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। চিকিৎসকের সেই পরামর্শই মোনার ভাবনায় আমূল পরিবর্তন আনে।
3
5
অভিনেত্রী স্বীকার করেছেন যে, এই প্রক্রিয়াটি খুব একটা সহজ ছিল না। প্রায় চার থেকে পাঁচ মাস তাঁকে কড়া হরমোন ইনজেকশন নিতে হয়েছে, যার ফলে শরীরে নানা পরিবর্তন এসেছিল। তিনি বলেন, "সেই সময় শরীরে হরমোনের প্রভাবের কারণে মেজাজের পরিবর্তন এবং শারীরিক অস্বস্তি ছিল নিত্যসঙ্গী। কিন্তু আমি জানতাম, এই সামান্য কষ্ট আমাকে দীর্ঘমেয়াদী মানসিক শান্তি দেবে।" এই পদ্ধতির জন্যই তিনি সেই সময়ে পুনেতে নিজের বাড়িতে ছিলেন এবং বিনোদন জগত থেকে পুরোপুরি দূরত্ব বজায় রেখেছিলেন।
4
5
মোনা সিং-এর মতে, সমাজের চাপে বা মা হওয়ার তাগিদে ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার চেয়ে ডিম্বাণু সংরক্ষণ করা অনেক বেশি স্বস্তিদায়ক। তিনি বলেন, "কমপক্ষে ভুল মানুষকে বিয়ে করার তাগিদ তো থাকবে না! এখন আমি জানি যে আমার সন্তান হওয়ার সুযোগ সুরক্ষিত আছে, তাই তাড়াহুড়ো করে কোনও ভুল সিদ্ধান্ত নিতে হবে না।"
5
5
বর্তমানে মোনা তাঁর কেরিয়ারে দারুণ সময় পার করছেন। 'বর্ডার ২' এবং অন্যান্য ওয়েব সিরিজে তাঁর কাজ প্রশংসিত হচ্ছে।