বাগদান সারলেন অভিনেত্রী অদ্রিজা রায়। পাত্র দক্ষিণ ভারতের বাসিন্দা। তাই দক্ষিণী স্টাইলেই সেজে এবং সেই রীতি অনুসারেই বাগদান হল তাঁদের। আর এই অনুষ্ঠানের সাক্ষী থাকলেন বাংলার কেবল একজন, এবং অভিনেত্রীর প্রিয় বন্ধু, দেবচন্দ্রিমা সিংহ রায়। তিনি এই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ভাগ করে, তাঁর অভিজ্ঞতার কথা জানালেন।
দেবচন্দ্রিমা এদিন অদ্রিজার বাগদানের একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানে কোথাও তাঁকে অদ্রিজা এবং তাঁর হবু বর ভিগনেশ আইয়ারের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। তো কোথাও আবার কেবল প্রিয় বন্ধুর সঙ্গে মুহূর্ত ভাগ করে নিয়েছেন। বাদ দেননি নিজের বেশ কিছু ছবি পোস্ট করতে। দেবচন্দ্রিমা এদিন অদ্রিজার বাগদানের ছবি পোস্ট করে লেখেন, 'আমার ফরএভার মানুষটি তাঁর ফরএভারকে পেয়ে গিয়েছে। হাসি থামছে না। অনুভূতি উপচে পড়ছে। আমার প্রিয় বন্ধু এনগেজ্ড।' এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অদ্রিজা রায় এবং দেবচন্দ্রিমা সিংহ রায় দু'জনেই বাংলা থেকেই তাঁদের কেরিয়ার শুরু করেন। তবে বর্তমানে অদ্রিজা কেবলই বলিউডে চুটিয়ে কাজ করছেন। অন্যদিকে দেবচন্দ্রিমা বাংলা এবং হিন্দি, দুই মাধ্যমেই সমানতালে কাজ করে চলেছেন ব্যালেন্স করে।
অদ্রিজা নিজেও এদিন তাঁর বাগদানের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। লেখেন, 'আমি যে ভালবাসাকে চেয়েছি, তারই বাগদত্তা এখন। একটা সাধারণ হ্যালো থেকে একটা পবিত্র বন্ধন, শপথ। আমার হৃদয় বাড়ি খুঁজে পেল। তোমায় খুব ভালবাসি।'
প্রসঙ্গত, অদ্রিজা রায় এবং ভিগনেশ আইয়ার বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। অবশেষে সেই সম্পর্কে সিলমোহর পড়ল। ভিগনেশের বাগানবাড়িতে বসেছিল তাঁদের বাগদানের আসর। গত ২৫ ডিসেম্বর সম্পর্কের এই নতুন ধাপে পা রাখেন তাঁরা। সমাজমাধ্যমে জীবনের নতুন অধ্যায়ের কথা ভাগ করে নিতেই সহকর্মী এবং অনুরাগীরা তাঁদের প্রশংসায় ভরিয়েছেন।
অদ্রিজা রায় 'অনুপমা' ধারাবাহিকে 'রাহি'র চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। এছাড়া তিনি কাজ করেছেন একাধিক হিন্দি ধারাবাহিক। ২০১৬ সালে 'বেদেনি মলুয়ার কথা' ধারাবাহিকের হাত ধরে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর কাজ করেন 'পটল কুমার গানওয়ালা', 'দুর্গা দুর্গেশ্বরী', ইত্যাদির মতো বাংলা ধারাবাহিকে।
বাগদানের দিন অদ্রিজা রায়কে সোনালি পাড়ের লাল কাঞ্জিভরম সিল্ক শাড়িতে দেখা গেল। দক্ষিণ ভারতীয়দের মতোই সেজেছিলেন তিনি এই বিশেষ দিনে। অন্যদিকে তাঁর হবু বরকে ধুতি এবং পাঞ্জাবিতে দেখা গিয়েছে। দেবচন্দ্রিমা সিংহ রায় পরেছিলেন লেহেঙ্গা।
