নিজস্ব সংবাদদাতা: অবশেষে মুক্তি পাচ্ছে  জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তের ছবি 'মায়ানগর: ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু ও শ্রীলেখা মিত্র। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী, সত্রাজিৎ সরকার, ঋতিকা নন্দিনী শিমু, অরিন্দম ঘোষ, ত্রিদিব সেনগুপ্ত, ও নবাগত শায়ক রায়। কলকাতাকে ঘিরেই গাঁথা হয়েছে ছবির গল্প। 

 


বহু বছর ধরে বহু পরিবর্তন হয়েছে এই শহরের। বদলেছে চেনা গলি, পাল্টেছে শহরের কোলাহল। এই ছবিটি কলকাতা এবং কলকাতাবাসীদের ব্যক্তিগত অনুভূতি এবং আবগের সমাপ্তি। এই ছবি বিস্তৃত মহানগরীতে শ্বাস নিতে গিয়ে হাঁপাতে থাকা মানুষগুলির আকাঙ্ক্ষা এবং সংগ্রামকে তুলে ধরে।

 


কলকাতার বিভিন্ন প্রান্তে হয়েছে শুটিং। 'মায়ানগর'-এর সিনেমাটোগ্রাফি করেছেন পাম ডি'অর বিজয়ী গোখান তিরিয়াকি এবং সঙ্গীত পরিচালনা করেছেন, ডাচ সুরকার মিনকো এগার্সম্যান। ছবিটি বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে দারুণ প্রশংসিত হয়েছে। অবশেষে প্রায় সাড়ে তিন বছর পর বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'মায়ানগর'। চলতি বছরই বড়পর্দায় কলকাতার এক অন্য ছবি ফুটিয়ে তুলবেন পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত।