‘মস্তি’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ এবং শেষ কিস্তি ‘মস্তি ৪’ এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। একটু বেশি দুষ্টুমি আর প্রাপ্তবয়স্ক রসিকতায় ভরপুর এই ছবিটি জনতামহলে খুব একটা জোরালো উত্তেজনা তৈরি করতে না পারায় প্রেক্ষাগৃহে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই পাঠানোর সিদ্ধান্ত নেন নির্মাতারা। ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসানিকে। তিনজনই সেই চেনা ‘খেলুড়ে স্বামী’ চরিত্রে, যাঁরা দাম্পত্য জীবনের একঘেয়েমি কাটাতে সুযোগ পেলেই রোমাঞ্চের খোঁজে বেরিয়ে পড়েন।
মিলাপ জাভেরি পরিচালিত এই ছবিটি একেবারেই প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এক রোলার-কোস্টার কমেডি যেখানে বিশৃঙ্খলা, ভুল বোঝাবুঝি আর যৌন ইঙ্গিতপূর্ণ হাস্যরসই মূল আকর্ষণ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরশদ ওয়ার্সি, তুষার কাপুর এবং জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাকরি ও এলনাজ নরৌজি, যাঁদের উপস্থিতি ছবির গ্ল্যামার কোশেন্ট আরও বাড়িয়েছে।
২৩ জানুয়ারি, ২০২৬ থেকে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ স্ট্রিম হবে ‘মস্তি ৪’। যদিও ছবিটি ২০২৫ সালের নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ৪০ কোটি টাকা বাজেটের ছবির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছিল মাত্র ১৯ কোটি টাকার কাছাকাছি। সেই ব্যর্থতার পর পোস্ট-থিয়েট্রিকাল উইন্ডোতেই ওটিটিতে আসছে ছবিটি। হিন্দি ভাষার এই সিনেমাটি সাব টাইটেলসহ দেখা যাবে দুপুর ১২টা থেকে। জি ফাইভ-এর মাসিক ৯৯ টাকার সাবস্ক্রিপশন থাকলেই দেখা যাবে এই ছবি । ট্রেলার থেকেই ইঙ্গিত মিলেছে, এবার ‘লভ ভিসা’ ধরনের কাণ্ডকারখানায় একপ্রকার ট্র্যাজিকমিক মোড় নিতে চলেছে গল্প।
‘মস্তি ৪’ -এর গল্পের কেন্দ্রে তিন দম্পতি। স্বামীদের লাগামছাড়া স্বভাব আর একের পর এক কীর্তিতে অতিষ্ঠ হয়ে ওঠেন তাঁদের স্ত্রীরা। পরিস্থিতি সামাল দিতে আমর (রীতেশ), মিট (বিবেক) আর প্রেম (আফতাব) স্ত্রীদের কাছে এক সপ্তাহের ‘স্বাধীনতা’ চেয়ে বসেন। আর সেখান থেকেই শুরু হয় শোওয়ার ঘরের জটিলতা, ভয়াবহ ভুল বোঝাবুঝি এবং একের পর এক হাস্যকর পরিস্থিতি,যা পুরোপুরি ‘মস্তি’ ঘরানার বিশৃঙ্খল মজায় ভরপুর। আরশদ ওয়ার্সি, তুষার কাপুর, রোহিত সিং এবং শ্রেয়া শর্মার উপস্থিতি হাসির মাত্রা আরও বাড়িয়েছে। ২০০৪ সালের প্রথম মাস্তি ছবির সেই ডাবল মিনিং আর ইঙ্গিতপূর্ণ সংলাপের ধারা বজায় রেখেই, এবার যোগ হয়েছে আরও শার্প ভিএফএক্স আর সাহসী ইঙ্গিত।
কেন ওটিটিতে দেখবেন এই ছবি?
দুর্বল চিত্রনাট্য আর ক্লান্তিকর ফর্মুলার অভিযোগে প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়লেও, ঘরে বসে ‘গিল্টি প্লেজার’ হিসেবে দেখার জন্য ওটিটি যে এই ছবির উপযুক্ত জায়গা, তা মানছেন অনেকেই। আইটেম সং, মিট ব্রাদার্সের সুর, বিশৃঙ্খল ধাওয়া আর ফ্র্যাঞ্চাইজির পরিচিত হাস্যরস - সব মিলিয়ে পুরনো ভক্তদের চাহিদা মেটানোর রসদ রয়েছে ছবিতে। জি ফাইভ-এর গ্লোবাল রিচের ফলে বিদেশে থাকা সেই দর্শকরাও এবার ছবিটি দেখতে পারবেন, যাঁরা ২১ নভেম্বরের থিয়েটার রিলিজ মিস করেছিলেন।
অনেকের মতে, জানুয়ারির ওটিটি ভিড়ে মস্তি ৪-এর জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্মই হতে পারে শেষ ভরসা, ঠিক যেমনটা ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’-র পর পরিস্থিতি তৈরি হয়েছিল। তারকাদের ক্যারিশমা আর মিলাপ জাভেরির পাল্প হিউমার থেকে সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে, মজাদার উইকএন্ড কাটাতে চাইলে মাস্তি ৪ হতে পারে হালকা-চালে সময় কাটানোর অপশন।
