সংবাদসংস্থা মুম্বই: ফের শোকের ছায়া বিনোদন জগতে। মাত্র ৩৪ বছর বয়সেই অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। শুক্রবার মুম্বইয়ের গোরেগাঁও-এ তুষার ঘড়িগাঁওকরের ফ্ল্যাট থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ। মারাঠি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা তুষার ঘড়িগাঁওকরের নিথর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই শোকের ছায়া বিনোদন জগতে।
৩৪ বছর বয়সী এই অভিনেতা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। গোরেগাঁও পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে এবং আরও তদন্ত চালাচ্ছে। মুম্বই সংবাদমাধ্যমকে এক পুলিশকর্মী বলেছেন, বহুদিন ধরে তুষার কাজ না পাওয়ার কারণে হতাশায় ভুগছিলেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন।
 
 মুম্বই সংবাদমাধ্যমকে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে নিজের ভাড়া ফ্ল্যাটে সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগান তুষার। এক পুলিশকর্মী বলেছেন, "তখন তিনি বাড়িতে একাই ছিলেন। তাঁর স্ত্রী বাড়ি ফিরে দরজা না খোলায় তিনি প্রতিবেশী ও পুলিশকে খবর দেন। আমরা দরজা ভেঙে তাঁকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাঁকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।"
