সংবাদসংস্থা মুম্বই: ৩০ বছর আগে ছোটপর্দায় 'শান্তি' ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী হিসাবে পথ চলা শুরু করেছিলেন মন্দিরা বেদী। এবং প্রথম ধারাবাহিকের হাত ধরেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর আসে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। তরতর করে এগিয়ে যেতেন থাকেন মন্দিরা। তবে ঘরে ঘরে চেনা মুখ তিনি হয়ে ওঠেন ২০০৩ এর বিশ্বকাপের সঞ্চালনার দায়িত্ব নেওয়ার পর। এরপর বহু শো-এর সঞ্চালকের আসনে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে মন্দিরা জানিয়েছেন, সঞ্চালনার কাজ তাঁর ভাল লাগলেও সেভাবে অভিনয়ের সুযোগ না আসায়, মাঝে মাঝে খুব মনখারাপ হয় তাঁর।
মন্দিরার কথায়, " নয়ের দশকে টানা নয় বছর ধরে ছোটপর্দায় কাজ করার পর বিরতি নিয়েছিলাম। তখনই ২০০৩ এর ক্রিকেট বিশ্বকাপের সঞ্চালনার প্রস্তাব পাই। সেটা লুফে নিই। কাজটা উপভোগও করেছিলাম। কিন্তু তারপর থেকে আমার কাছে শুধুই বিভিন্ন শো, অনুষ্ঠানের সঞ্চালনার প্রস্তাব আসতে থাকে। পর্দায় অভিনয়ের কেউ প্রস্তাবই দিলেন না আর কেউ"।
সামান্য থেমে অভিনেত্রী জোর গলায় বলে ওঠেন, "অভিনয়ের প্রস্তাব সেভাবে পাই না, তাই মনখারাপ হয়। বিশেষ করে 'দ্য রেলওয়ে ম্যান' ওয়েব সিরিজে কাজ করার পর আরও ভাল করে বুঝতে পেরেছিলাম কী ভীষণভাবে ক্যামারার সামনে অভিনেত্রী হিসাবে দাঁড়ানোর জন্য ব্যাকুল হয়ে আছি। আমি বেশ কয়েকটি সঞ্চালনার প্রস্তাব ফিরিয়েছি কারণ ক্যামেরার সামনে আমি এখন অভিনেত্রী হিসেবেই দাঁড়াতে চাই। অভিনয় না করে দিন কাটাচ্ছি, এটা ভাবাও আমার পক্ষে বেদনাদায়ক। মাঝে মাঝে ভাবি, আমি যে একজন অভিনেত্রী সেটা মনে হয় মানুষ ভুলেই গিয়েছে"।
মন্দিরার কথায়, " নয়ের দশকে টানা নয় বছর ধরে ছোটপর্দায় কাজ করার পর বিরতি নিয়েছিলাম। তখনই ২০০৩ এর ক্রিকেট বিশ্বকাপের সঞ্চালনার প্রস্তাব পাই। সেটা লুফে নিই। কাজটা উপভোগও করেছিলাম। কিন্তু তারপর থেকে আমার কাছে শুধুই বিভিন্ন শো, অনুষ্ঠানের সঞ্চালনার প্রস্তাব আসতে থাকে। পর্দায় অভিনয়ের কেউ প্রস্তাবই দিলেন না আর কেউ"।
সামান্য থেমে অভিনেত্রী জোর গলায় বলে ওঠেন, "অভিনয়ের প্রস্তাব সেভাবে পাই না, তাই মনখারাপ হয়। বিশেষ করে 'দ্য রেলওয়ে ম্যান' ওয়েব সিরিজে কাজ করার পর আরও ভাল করে বুঝতে পেরেছিলাম কী ভীষণভাবে ক্যামারার সামনে অভিনেত্রী হিসাবে দাঁড়ানোর জন্য ব্যাকুল হয়ে আছি। আমি বেশ কয়েকটি সঞ্চালনার প্রস্তাব ফিরিয়েছি কারণ ক্যামেরার সামনে আমি এখন অভিনেত্রী হিসেবেই দাঁড়াতে চাই। অভিনয় না করে দিন কাটাচ্ছি, এটা ভাবাও আমার পক্ষে বেদনাদায়ক। মাঝে মাঝে ভাবি, আমি যে একজন অভিনেত্রী সেটা মনে হয় মানুষ ভুলেই গিয়েছে"।
