নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার মাধ্যমেই নিজের পরিচিত গড়ে তুলেছিলেন মানালি মনীষা দে। জি বাংলার 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকের সফর ফুরানোর পর অভিনেত্রীর অনুরাগীদের বেশ মন খারাপ হয়েছিল। কিন্তু সেই মেগা শেষ হওয়ার বছর ঘোরার আগেই ফের জি বাংলায় ফিরছেন তিনি। প্রকাশ্যে এল নতুন ধারাবাহিকের প্রোমো।

 

এদিন প্রোমো প্রকাশ করে চ্যানেলের পক্ষ থেকে লেখা হয়, 'ভাববে যে যা যক্ষুনি, মন পড়ব তক্ষুনি, সবার মনের কথা বলে দিতে আসছে দুগ্গামণি ও বাঘ মামা।' অর্থাৎ নতুন ধারাবাহিকের নাম 'দুগ্গামণি ও বাঘ মামা'। গল্পের কেন্দ্রবিন্দু একরত্তি মেয়ে। এই চরিত্রে দেখা যাচ্ছে রাধিকা কর্মকারকে। তাকে দর্শক দেখেছিলেন 'কে প্রথম কাছে এসেছি'র 'মিহি'র চরিত্রে। এবার সে দেবী দুর্গার আরাধ্যা। গল্পের এক নিমেষে সবার মন পড়ে ফেলার বিশেষ ক্ষমতা রয়েছে একরত্তি। এদিকে, মানালি হারিয়েছে তার মেয়েকে। ছোট্ট রাধিকাকে দেখে তার মনে পড়ে নিজের মেয়ের কথা। সেই কি তবে মানালির হারিয়ে যাওয়া মেয়ে? এই উত্তর দিতে আসছে ধারাবাহিক। 

 

এই ধারাবাহিকে মানালি মনীষা দে, রাধিকা কর্মকার ছাড়াও থাকছেন রাহুল দেব বসু, কন্যাকুমারী মুখোপাধ্যায়, প্রমুখ। 'কার কাছে কই মনের কথা'র পর এই মেগার হাত ধরে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন মানালি ও রাহুল।