সংবাদসংস্থা মুম্বই: সইফ আলি খানের পর এবার সলমন খানের বাড়িতে অনুপ্রবেশকারীর হামলা। নিরাপত্তা বলয়কে তোয়াক্কা না করে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সোজা ঢুকে পড়ল 'ভাইজান'-এর ঘরে।
ইতিমধ্যেই সলমন খানের বাড়িতে অনধিকার প্রবেশের জেরে গ্রেফতার করা হয়েছে ২৩ বছরের যুবককে। এর আগে লরেন্স বিষ্ণোইয়ের তরফে বারবার খুনের হুমকি পেয়েছেন সলমন। এবার বেআইনিভাবে সলমনের বাড়িতে ওই যুবকের প্রবেশ নিয়ে তুলকালাম শুরু হয়েছে। যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিষ্ণোই দলের তরফে প্রাণনাশের হুমকির পর থেকে বেড়েছে সলমনের নিরাপত্তা। ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তায় সর্ব ক্ষণ থাকতে হয় তাঁকে। সারাক্ষণ বুলেটপ্রুফ গাড়িতে ঘোরেন তিনি। ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছাড়াও সর্ব ক্ষণ পাশে থাকেন মহারাষ্ট্র রাজ্য পুলিশের কনস্টেবল। সলমনের নিরাপত্তার চিন্তায় কপালে ভাঁজ তাঁর পরিবার-পরিজনেরও। সম্প্রতি তাঁর খোলা বারান্দায় লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। এত সুরক্ষার মাঝে থাকতে থাকতে তিনি ক্লান্ত, নিজেই স্বীকার করেছেন সলমন। তবে সেই সুরক্ষাবলয় ভেঙে সলমনের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়লেন এক যুবক।
গত ২০ মে সকালে অভিনেতার আবাসনে ঢুকে পড়েন বছর তেইশের এক অনুরাগী। ভোর তখন ৭:১৫। জিতেন্দ্রকুমার সিংহ নামক এক যুবক সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের বাসিন্দা। তিনি তিনি সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করলে গেটের পাশে মোতায়েন পুলিশ তাঁকে ধরে ফেলেন। কিন্তু তাঁকে আটক করে বাইরে বার করে দেওয়া হলেও নাছোড় তিনি। ওই ব্যক্তি আপাতত বান্দ্রার থানার হেফাজতে রয়েছেন জোর করে অনুপ্রেবশের অভিযোগে। এবার এক ৩২ বছর বয়সী মহিলা অনুরাগী সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। জানা যাচ্ছে নাম ইশা ছাবড়া। পুলিশের হাতে ধরা পড়েন তিনিও। নিজেকে সলমনের অনুরাগী বলেই দাবি করেন তিনি। কিন্তু চলছে তদন্ত, এই ঘটনার জেরে চিন্তার ভাঁজ বলিপাড়ায়।
