আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন লিভ ইন করেন। কিন্তু মাত্র কয়েক বছরে সেই সম্পর্কেও ইতি টানেন মালাইকা আরোরা। সম্প্রতি তাঁর নাম জড়িয়েছে তাঁর থেকে ১৯ বছরের ছোট এক ব্যবসায়ীর সঙ্গে। তারপরই কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী, মডেলকে। জবাবে এদিন কী বললেন? 

মালাইকা আরোরা বরাবরই রাখঢাক ছাড়া কথা বলেন। এদিনও তার অন্যথা হল না। পুরুষরা হাঁটুরবয়সি কারও সঙ্গে প্রেম বা বিয়ে করলে কিছু নয়, যত দোষ মেয়েদের?  বিভেদকে রীতিমত বিদ্রুপ করেন তিনি এদিন। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, 'শক্ত হয়ে থাকার জন্য লাগাতার কটাক্ষের মুখে পড়তে হয়, ছেলেমেয়ে নির্বিশেষে। আমার পুরুষদের জন্য সম্মান এবং ভালবাসা দুই আছে, কারণ আমার জীবনের কিছু পুরুষ অসাধারণ।' তবে এদিন একই সঙ্গে তিনি স্বীকার করে নেন, পরিস্থিতি এক হলেও, পুরুষ এবং মহিলাদের আলাদা নজরে দেখা হয়। কাউকে প্রশংসা করা হলে, আরেকজনকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়। এই বিষয়ের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'আজ যদি একজন পুরুষ কাউকে ডিভোর্স দিয়ে জীবনে এগিয়ে যেতে চায়, তারপর হাঁটুরবয়সি কাউকে বিয়ে করে, তখন সবাই বলবে, 'বাহ! কী ভাল কাজ করল।' কিন্তু যখন সেই একই কাজ কোনও মহিলা করেন তখনই তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়, 'কেন ও এরকম করল? ওর কি কোনও বুদ্ধি নেই?' ইত্যাদি। স্টিরিওটাইপ করে দেওয়া হয়।' 

এই কথার মাধ্যমে কি তবে মালাইকা নিজের প্রেম চর্চার পাশাপাশি, প্রাক্তন আরবাজ খানকেও খোঁচা দিলেন? ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ খান এবং মালাইকা আরোরা। এরপর ২০২৩ সালে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন প্রযোজক, অভিনেতা। তাঁদের সম্প্রতি মেয়ে হয়েছে। সুরা আরবাজের থেকে ২০ বছরেরও বেশি বছরের ছোট। অন্যদিকে মালাইকা আরোরা, বিবাহবিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। অভিনেতা তাঁর থেকে ১২ বছরের ছোট ছিলেন। গত বছর তাঁরা সেই সম্পর্কে ইতি টেনেছেন। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে মালাইকা আরোরার নাম জড়ায় হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে। হর্ষ মালাইকার থেকে ১৯ বছরের ছোট। সদ্যই তাঁদের আবারও একসঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছে। সেই কারণেই বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁদের। এরপরই এমন উক্তি এল অভিনেত্রীর থেকে।