সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী মালাইকা অরোরা বেশিরভাগ সময় থাকেন নেটিজেনদের চর্চায়। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কমে না নেটিজেনদের। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে আরও বেশি করে লাইমলাইটে আসেন মালাইকা। তবে এবার সম্পূর্ণ অন্য একটি কারণে শিরোনাম দখল করলেন মালাইকা। 

 

বলিউডের জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো 'হিপ হপ ইন্ডিয়া সিজন ২'-এর মঞ্চে বেজায় চটলেন মালাইকা। উত্তরপ্রদেশ থেকে আসা ১৬ বছরের প্রতিযোগী নবীনের কাণ্ড দেখে মেজাজ হারালেন তিনি। মঞ্চে মালাইকাকে দেখে চোখ মারে সে, এমনকী চুমুও ছোঁড়ে তাঁর দিকে। নবীনের এই আচরণে রেগে যান মালাইকা। বলেন, "মাত্র ১৬ বছর বয়সে এইসব করছ? তোমার মায়ের নম্বর দাও, এক্ষুনি কথা বলব।" 

 

মালাইকা রেগে যাওয়াও পরিস্থিতি সামাল দিতে রেমো ডি'সুজা মজার ছলে বলেন, "নবীনের কি মালাইকাকে দেখে তাঁর পরিবারের কারওর কথা মনে পড়েছিল?" এরপরে মঞ্চে ডেকে পাঠানো হয় নবীনের বাবাকে। তিনি এসে মজার ছলে জানান, তাঁর ছেলে খুবই দুষ্টু। রাতে মেয়েদের সঙ্গে লুকিয়ে চ্যাটও করে নবীন। এই কথা শুনে হাসির ফোয়ারা ওঠে রিয়্যালিটি শোয়ের মঞ্চে।