টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?

বয়স নিয়ে খোলামেলা মালাইকা

সোশ্যাল মিডিয়ায় অনেকে যখন তাঁর প্রকৃত বয়স নিয়ে প্রশ্ন তুলছিল, তখন মালাইকা অরোরা নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন। রবিবার ইনস্টাগ্রামে নিজের জন্মদিনের উদযাপনের একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করে অভিনেত্রী জানান যে, তিনি এখন ৫০ বছর বয়সে পা দিয়েছেন।

গোয়ায় আয়োজিত জন্মদিনে মালাইকা সেজে উঠেছিলেন হলুদ পোশাকে। ছবিগুলিতে তাঁকে খোলা আকাশের নিচে বসে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। অন্য কয়েকটি ছবিতে দেখা গিয়েছে, তিনি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কেক কাটছেন ও আনন্দে মেতে উঠেছেন। মালাইকা একাধিক পার্টির মাধ্যমে নিজের ৫০তম জন্মদিন উদযাপন করেছেন—যেখানে তাঁকে হাসতে, নাচতে ও প্রাণভরে আনন্দ করতে দেখা গিয়েছে।

উৎসবে উপস্থিত ছিলেন মালাইকার মা জয়েস পলিকার্প, বোন অমৃতা আরোরা এবং ছেলে আরহান খান। পার্টিগুলিতে তিনি কখনও কালো-সাদা পোলকা ডট পোশাকে, কখনও গোলাপি ড্রেসে, আবার কখনও সোনালি গাউনে সেজে উঠেছিলেন।

ছবিগুলির সঙ্গে ক্যাপশনে মালাইকা লেখেন, ‘আমার মন ভরে গিয়েছে। সকলের ভালবাসা, শুভেচ্ছা এবং আমার ৫০তম জন্মদিনকে এতটা বিশেষ করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ।’

তিনি আরও যোগ করেন, ‘বিশেষ ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে, যাঁরা এই সুন্দর উদযাপনের পরিকল্পনা এবং আয়োজন করতে সাহায্য করেছেন, এবং আমার বন্ধুদের—যাঁরা আমার সঙ্গে উদযাপন করেছেন। এর চেয়ে বেশি কিছু আমি চাইতে পারতাম না।’

মারাঠি অভিনেত্রীর বাবা প্রয়াত

জনপ্রিয় মারাঠি অভিনেত্রী প্রার্থনা বেহেরে, যিনি হিন্দি টেলিভিশনের হিট সিরিয়াল ‘পবিত্র রিশতা’তে অঙ্কিতা লোখান্ডের অনস্ক্রিন বোন বৈশালীর ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান, এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর বাবাকে হারিয়েছেন। ১৪ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় তাঁর বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর কয়েকদিন পর ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি জানান, বাবাকে হারানোর পর থেকে তাঁর জীবন যেন থমকে গিয়েছে।

ইনস্টাগ্রামে বাবার একটি ছবি শেয়ার করে প্রার্থনা লেখেন, ‘তোমার হাসির আওয়াজ আজও কানে বাজে, তোমার আত্মবিশ্বাস এখনও আমাদের শক্তি জোগায়। তুমি আমাদের শিখিয়েছ, সুখ কোনও পরিস্থিতির উপর নির্ভর করে না—এটা এক ধরনের মানসিকতা। তোমার সততা, নিঃস্বার্থতা এবং মানুষের প্রতি নিঃশর্ত ভালবাসা আমাদের মানবতার আসল অর্থ শিখিয়েছে। তুমি দেখিয়েছ, অন্যকে সাহায্য করাই জীবনের প্রকৃত তৃপ্তির উৎস। তুমি আমাদের মাঝে না থাকলেও, তোমার কণ্ঠ ও গান প্রতিদিন আমাদের সাহস জোগায়।’

অভিনেত্রী আরও জানান, বাবার হঠাৎ চলে যাওয়া তাঁর মনে গভীর শূন্যতা তৈরি করেছে। তিনি লিখেছেন, ‘কয়েকদিন আগেও সব কিছু স্বাভাবিক ছিল, অথচ আজ সবকিছুই অচেনা লাগছে। তাঁর এই আকস্মিক প্রয়াণে হৃদয় ভেঙে গেছে। তবে তাঁর স্মৃতি আমার প্রতিটি মুহূর্তে সঙ্গে থাকবে।’

রহস্যজনক মৃত্যু পরিচালকের

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রজগৎ শোকাহত জনপ্রিয় পরিচালক শিন সাং-হুনের আকস্মিক মৃত্যুর খবরে। চলতি বছরের মে মাসে ৪০ বছর বয়সে তিনি মারা যান, মৃত্যুর খবরটি যদিও প্রকাশ্যে আসে কয়েক মাস পর। সহকর্মী এব অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে জানা গেছে যে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে কোনও আত্মীয়-পরিজনের উপস্থিতি ছাড়াই।

কোরিয়ার সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শিন সাং-হুনের মৃত্যু হয় মে মাসে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও আত্মহত্যার চিঠি উদ্ধার করা যায়নি এবং তাঁর দীর্ঘস্থায়ী অসুস্থতারও কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে মৃত্যুর কারণ নিয়ে রহস্য আরও গভীর হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এক বন্ধু শিনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় খুঁজে পান এবং তখনই কর্তৃপক্ষকে খবর দেন। তাঁর এই অকাল প্রয়াণে কোরিয়ান বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।