সংবাদসংস্থা মুম্বই: অভিনেতা হিসাবে বলিপাড়ায় সদ্য পথ চলা শুরু করেছেন আমির খানের জ্যেষ্ঠপুত্র জুনেইদ খান। জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে জুনেইদের প্রথম ছবি 'মহারাজ'। ছবিতে জয়দীপ আহলাওয়াতের মতো অভিনেতার পাশে পাল্লা দিয়ে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন আমির-পুত্র। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনেইদ স্পষ্ট ভাষায় জানান, তাঁদের পরিবারের সব থেকে দারুণ অভিনেতার শিরোপা মোটেই আমির খান পাবেন না। পাবেন আমিরের প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও!
মুক্তকণ্ঠে কিরণের অভিনয়ের প্রশংসা শোনা যায় জুনেইদের মুখে-" সত্যি কথা বলতে কী, আমাদের পরিবারে সম্ভবতঃ সবথেকে ভাল অভিনেতা হলেন কিরণ"। আমিরের নাম উঠলেও জবাব বদলায় না জুনেইদের মুখে। ফের বলে ওঠেন, "না, না। বাবা নন, কিরণই আমাদের পরিবারে সবথেকে পাকা অভিনেতা"।
সামান্য থেমে জুনেইদ জানান, কিরণ রাওয়ের অভিনয় কাছ থেকে দেখেছেন। তাঁর সঙ্গে তিনি অভিনয়ও করেছেন। 'লাল সিং চাড্ডা' ছবির জন্য যখন জুনেইদ অডিশন দিচ্ছিলেন, সেই সময় তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন কিরণ।
পাশাপাশি আমির খানের প্রসঙ্গও ওঠে। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তাঁর বড় ছেলের বিষয়ে আমির জানিয়েছিলেন যে জুনেইদ নাকি কিছুতেই বড় গাড়ি চাপতে পছন্দ করেন না। এমনকী, আমির যখন তাঁকে একটি গাড়ি কিনে দিতে চেয়েছিলেন ব্যক্তিগত ব্যবহারের জন্য, তাতেও নাকি রাজি হননি জুনেইদ। সেই বিষয়ে জুনেইদ বলে ওঠেন, "ছোট ছোট ব্যাপারকে ফুলিয়ে ফাঁপিয়ে বলার অভ্যাস রয়েছে বাবার। মুম্বইয়ে কোনও একটি নির্দিষ্ট গন্তব্যস্থলে যেভাবে পৌঁছতে আমার কম সময় লাগবে, আমি সেই ভাবেই পৌঁছব সেখানে। সব সময় তার জন্য নিজেদের গাড়িতে চাপার প্রয়োজন হয় না। আমি তো অনেক সময় রিক্সা চেপেও মুম্বই শহরে ঘোরাঘুরি করি। কারণ তাতে গাড়ি পার্কিং করার ঝামেলা থাকে না"।
উল্লেখ্য, কিছুদিন আগে দেওয়া একটি সাক্ষাৎকারে জুনেইয়দ জানিয়েছিলেন, মুক্তি পাওয়ার আগে ফাইনাল ড্রাফট দেখে 'মহারাজ'-এর তারিফ করেছিলেন আমির। ছবিতে তাঁর অভিনয় দেখেও প্রশংসা করেছেন 'মিঃ পারফেকশনিস্ট'।
মুক্তকণ্ঠে কিরণের অভিনয়ের প্রশংসা শোনা যায় জুনেইদের মুখে-" সত্যি কথা বলতে কী, আমাদের পরিবারে সম্ভবতঃ সবথেকে ভাল অভিনেতা হলেন কিরণ"। আমিরের নাম উঠলেও জবাব বদলায় না জুনেইদের মুখে। ফের বলে ওঠেন, "না, না। বাবা নন, কিরণই আমাদের পরিবারে সবথেকে পাকা অভিনেতা"।
সামান্য থেমে জুনেইদ জানান, কিরণ রাওয়ের অভিনয় কাছ থেকে দেখেছেন। তাঁর সঙ্গে তিনি অভিনয়ও করেছেন। 'লাল সিং চাড্ডা' ছবির জন্য যখন জুনেইদ অডিশন দিচ্ছিলেন, সেই সময় তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন কিরণ।
পাশাপাশি আমির খানের প্রসঙ্গও ওঠে। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তাঁর বড় ছেলের বিষয়ে আমির জানিয়েছিলেন যে জুনেইদ নাকি কিছুতেই বড় গাড়ি চাপতে পছন্দ করেন না। এমনকী, আমির যখন তাঁকে একটি গাড়ি কিনে দিতে চেয়েছিলেন ব্যক্তিগত ব্যবহারের জন্য, তাতেও নাকি রাজি হননি জুনেইদ। সেই বিষয়ে জুনেইদ বলে ওঠেন, "ছোট ছোট ব্যাপারকে ফুলিয়ে ফাঁপিয়ে বলার অভ্যাস রয়েছে বাবার। মুম্বইয়ে কোনও একটি নির্দিষ্ট গন্তব্যস্থলে যেভাবে পৌঁছতে আমার কম সময় লাগবে, আমি সেই ভাবেই পৌঁছব সেখানে। সব সময় তার জন্য নিজেদের গাড়িতে চাপার প্রয়োজন হয় না। আমি তো অনেক সময় রিক্সা চেপেও মুম্বই শহরে ঘোরাঘুরি করি। কারণ তাতে গাড়ি পার্কিং করার ঝামেলা থাকে না"।
উল্লেখ্য, কিছুদিন আগে দেওয়া একটি সাক্ষাৎকারে জুনেইয়দ জানিয়েছিলেন, মুক্তি পাওয়ার আগে ফাইনাল ড্রাফট দেখে 'মহারাজ'-এর তারিফ করেছিলেন আমির। ছবিতে তাঁর অভিনয় দেখেও প্রশংসা করেছেন 'মিঃ পারফেকশনিস্ট'।
