আসছে রিয়েলিটি শো ডান্স দিওয়ানে-র নতুন সিজন। তাতেই বিচারকের আসনে একসঙ্গে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও সুনীল শেট্টিকে। শো-এর আগের সিজনে মাধুরী থাকলেও সুনীলের সঙ্গে এই প্রথম। আর সেই শুটিংয়েই মুগ্ধ ধক ধক গার্ল। “কেন যে ওর সঙ্গে আগে কাজ করিনি!” আক্ষেপ মাধুরীর। 

কিন্তু কী দেখে ‘মোহরা’, ‘ধড়কন’-এর নায়কে মজলেন মাধুরী? ‘হাম আপকে হ্যায় কৌন’-এর নায়িকা জানালেন, প্রথমে কিছুটা নার্ভাস মনে হচ্ছিল সুনীলকে। কিন্তু শো যেই গড়াল, স্বচ্ছন্দ হয়ে গেলেন নিমেষেই। “কী ভীযণ ভাল কথা বলে ও। একসঙ্গে ছবিতে কাজ করার সুযোগ হয়নি আমাদের। কেন যে হয়নি! কিন্ত এখানে ওকে মুগ্ধ হয়ে দেখছি। এত সহজ, স্বচ্ছন্দ! ওর কথা শুনে, ওকে দেখে দর্শকেরা নিমেষে ওকে ভালবেসে ফেলবেন,” 

মাধুরীর ব্যবহারে মুগ্ধ সুনীলও। “প্রথমবার নতুন কিছু করছি। সেকথা মাথায় রেখে ভীষণ যত্ন করে আমার সমস্ত সুবিধে-অসুবিধের দিকে খেয়াল রেখেছেন মাধুরী। সঙ্গে গোটা টিমও। আমার কাজটা তাতেই অনেকটা সহজ হয়ে গিয়েছে,” বললেন তারকা অভিনেতা।
  
আর হাসতে হাসতেই শেষপাতে সংযোজন, “ওই হাসিতেই খুন হয়ে যেতে পারি! তাই চেষ্টা করছি মাধুরীকে না দেখে যথাসম্ভব মঞ্চের দিকেই নজর রাখার!”