আবারও অসুস্থ মাধবী মুখোপাধ্যায়। ২৬ জানুয়ারি ঢাকুরিয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই প্রচণ্ড ঠাণ্ডা লেগে জ্বর, সর্দিকাশিতে কাবু হয়ে পড়েন সত্যজিৎ রায়ের ‘চারুলতা’। তবে হাসপাতাবে ভর্তি হতে হয়নি তাঁকে। মেয়ে মিমি ভট্টাচার্যের কাছেই রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছেন। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল প্রবীণ অভিনেত্রীর সঙ্গে। তিনি বলেছেন, ‘‘মাঝে দিন তিনেক অসুস্থ ছিলাম। এখন ভাল আছি।’’
তাঁর কথায়, প্রজাতন্ত্র দিবসে মৃণাল সেনের ১০০ বছর উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মিঠুন চক্রবর্তী, মমতাশঙ্কর, শ্রীলা মজুমদার ছাড়া আর সবাই উপস্থিত ছিলেন। তিনিও গিয়েছিলেন সেখানে। মাথার উপরে কোনও ছাউনি না থাকায় সরাসরি ঠাণ্ডা লাগে তাঁর। তারপরেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে কলম ধরেছিলেন খ্যাতনামী কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার চলতি বছরের বইমেলায় সেই বই ‘আমি মাধবী’ প্রকাশিত হয়। সেখানেও উপস্থিত থাকতে পারেননি তিনি। জানান, নাক বন্ধ। সমানে অ্যান্টিবায়োটিক চলছে। চিকিৎসক জানিয়েছেন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
অসুস্থতার কারণে আপাতত তাঁর শুটও বন্ধ। শুটের জন্য দেওয়া সব তারিখ বাতিল করতে হয়েছে। তবে আগামী মাসে তিনি লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের শুট শুরু হচ্ছে। সেই শুটে অংশ নেবেন তিনি।
তাঁর কথায়, প্রজাতন্ত্র দিবসে মৃণাল সেনের ১০০ বছর উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মিঠুন চক্রবর্তী, মমতাশঙ্কর, শ্রীলা মজুমদার ছাড়া আর সবাই উপস্থিত ছিলেন। তিনিও গিয়েছিলেন সেখানে। মাথার উপরে কোনও ছাউনি না থাকায় সরাসরি ঠাণ্ডা লাগে তাঁর। তারপরেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে কলম ধরেছিলেন খ্যাতনামী কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার চলতি বছরের বইমেলায় সেই বই ‘আমি মাধবী’ প্রকাশিত হয়। সেখানেও উপস্থিত থাকতে পারেননি তিনি। জানান, নাক বন্ধ। সমানে অ্যান্টিবায়োটিক চলছে। চিকিৎসক জানিয়েছেন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
অসুস্থতার কারণে আপাতত তাঁর শুটও বন্ধ। শুটের জন্য দেওয়া সব তারিখ বাতিল করতে হয়েছে। তবে আগামী মাসে তিনি লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের শুট শুরু হচ্ছে। সেই শুটে অংশ নেবেন তিনি।
