'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে নতুন করে প্রলয়ের ঝড় উঠতে চলেছে? ঝাঁপির মুখোশ খুলে যাবে দীপের কাছে? তেমনই আভাস দিল এই ধারাবাহিকের নতুন প্রোমো। কী ঘটতে চলেছে স্টার জলসার এই ধারাবাহিকে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আগের মতোই মিস মনিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছে দীপ। মনিকা দীপকে নিজের পরিচয় জানিয়ে, নির্দেশ দিয়ে বলছে, তাকে ঠিক কী কী কাজ করতে হবে, কীভাবে করতে হবে। এও জানায় দীপ এই গোটা কাজটা নিজের মতো করে নিজের টিম বানিয়ে হ্যান্ডেল করবে। যখন দীপ জানতে চায় এই কাজটা সে কোথা থেকে চালাবে, অফিস কোথায় হবে, যেহেতু আগের প্রোমোতেই দেখানো হয়েছিল দীপকে আমেরিকা যেতে বারণ করেছে মনিকা। জানিয়েছে নিজের জায়গা থেকেই কাজ করতে পারবে। দীপের প্রশ্নের জবাবে মনিকা তাকে বলে সেখানেই একটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি আছে, ওখান থেকেই নিজের কাজ হ্যান্ডেল করতে পারে দীপ। কোন কোম্পানি জিজ্ঞেস করলে মনিকা জানায়, কোম্পানি নাম লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স। 

এরপরই প্রোমোতে দেখা যাচ্ছে ঝাঁপির ননদ, নন্দাই ওকে ঘিরে ধরেছে। মেকআপ নিয়ে কথা বলছে। এমন সময়ই দরজায় টোকা পড়ে। আর খুলতেই দেখা যায় দীপ দাঁড়িয়ে সেখানে। তবে কি দীপের কাছে এবার মনিকার আসল রূপ অর্থাৎ ঝাঁপির মুখোশ খুলে যাবে? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ঝাঁপিকে মিথ্যে অপবাদ এবং পুলিশের হাত থেকে বাঁচানোর পর বিদেশ চলে যাওয়ার কথা বলে দীপ। এমনকী নায়িকা যখন তাকে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সে যুক্ত হওয়ার কথা বলে, সেই প্রস্তাবও ফিরিয়ে দেয়। তখন তাকে আটকাতেই এই ফন্দি আঁটে সে। তৈরি করে মনিকার চরিত্র। এবার গল্পে কী ঘটে তাই দেখার। 

প্রসঙ্গত, 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় এবং একই সঙ্গে ক্যামেরার সামনে ফিরেছেন সৌরভ চক্রবর্তী। এখানে তাঁর বিপরীতে রয়েছেন শুভস্মিতা মুখোপাধ্যায়। তাঁদের এই নতুন জুটির রসায়ন অল্প দিনেই দর্শকদের মনে দাগ কেটেছে। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিক সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দেখা যায়।