বাংলাদেশের রক সঙ্গীতের কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমস সুখবর শোনালেন ভক্তদের। তাঁর জীবনে এসেছে 'নতুন আলো, নতুন সুর'। আমেরিকায় জন্ম নিয়েছে তাঁর পুত্রসন্তান জিবরান আনম।  ২০২৪ সালের ১২ জুন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন-কে বিয়ে করেছিলেন জেমস। এরপর চলতি বছর ২০২৫ সালের ৮ জুন, নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাঁদের প্রথম পুত্র সন্তান। ছেলের নাম রাখা হয়েছে জিবরান আনম। 

 

জানা গিয়েছে, জেমসের স্ত্রী নামিয়া আনাম আমেরিকায় জন্মানো এক বাংলাদেশি, যিনি বর্তমানে মার্কিন নাগরিক। তাঁদের সন্তান নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্মগ্রহণ করেছে। স্ত্রী ও নবজাতক দু'জনেই সুস্থ আছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস বলেন, “জীবনের এই পর্যায়ে আমার সন্তানের আগমন এক নতুন মোড়ের সূচনা...আমরা ভাল আছি। যতদিন বাঁচব, গাইতে চাই। সকলের দোয়া চাই। আমাদের কথা মনে রাখবেন।”

 

জেমস ও নামিয়ার পরিচয় হয়েছিল ২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসে, এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রথম আলাপে নামিয়া নাকি জানতেনই না, সামনে দাঁড়িয়ে আছেন এক জনপ্রিয় শিল্পী! সেখান থেকেই বন্ধুত্ব, তারপর সম্পর্ক এবং অবশেষে ২০২৪ সালের ১২ জুন ঢাকায় একান্ত পারিবারিক অনুষ্ঠানে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

 

এটি জেমসের তৃতীয় বিবাহ। প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী 'রথি', যাঁর সঙ্গে ১৯৯১ সালে বিয়ে ও ২০০৩ সালে বিচ্ছেদ হয়। এরপর আমেরিকায় থাকাকালীন দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদ–এর সঙ্গে ২০০০ সালে সম্পর্ক গড়ে ওঠে, বিয়েও হয় সেখানেই, তবে ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে পারস্পরিক সম্মতিতে। আগের দুই বিবাহ থেকে জেমসের তিন সন্তান-এক পুত্র ও দুই কন্যা।

 

নতুন স্ত্রী নামিয়া আনম যুক্তরাষ্ট্রের জন জে কলেজ, নিউ ইয়র্কের ক্রিমিনাল জাস্টিস বিভাগের স্নাতক। সন্তান জন্মের পর তিনি ও জেমস এখন বাংলাদেশে ফিরেছেন, নবজাতককে নিয়েই তাঁদের নতুন সংসার শুরু। দীর্ঘ এক দশকের নীরবতা ভেঙে জেমসের জীবনে এই নতুন অধ্যায় যেন এক পুনর্জন্ম। নিজের ভাষায়, “এ যেন জীবনের নবায়ন। ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ আমি। সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর কাছে অনুরোধ আমার স্ত্রী ও সন্তানকে নিজেদের প্রার্থনায় রাখবেন।”

 

সোশ্যাল মিডিয়ায় এখন জেমস ভক্তদের শুভেচ্ছার বন্যা। বাংলাদেশের ‘রক কিং’–এর জীবনের এই আনন্দঘন মুহূর্তে ভরে উঠেছে অনুরাগীদের টাইমলাইন।প্রায় একই সুরে সবাই লিখছেন, “জীবনের এই নতুন গানে আপনাকে শুভেচ্ছা, জেমস ভাই!”