নিজস্ব সংবাদদাতা: টলিপাড়া ও বলিপাড়া –দু’জায়গাতেই সমান ভাবে জায়গা করে নিয়েছেন বিদেশি অভিনেতা অ্যালেক্স ও’নেল। ইতিমধ্যেই সৌকর্য ঘোষাল পরিচালিত ‘পক্ষীরাজের ডিম’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এই অভিনেতাকে বড় পর্দায় দেখতে পাচ্ছেন দর্শকেরা। তবে এরপর বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতে একাধিক কাজ নিয়ে আসছেন অ্যালেক্স।

 

টলিউডে ‘ইয়েতি অভিযান’, ‘গোলন্দাজ’-এর মত একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যালেক্স। তবে শুধু টলিউডেই নয় বলিউডেও 'কেশরী ২' ছবিতে অ্যালেক্সকে দেখছেন দর্শকেরা। ইতিমধ্যেই সেরে ফেলেছেন একাধিক ছবির কাজ। দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে কাজ করে যাচ্ছেন এই অভিনেতা। ভাষা যে আসলে কোন বাধা হতে পারে না তা বুঝিয়ে দিয়েছেন অ্যালেক্স। 

 

চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে অ্যালেক্স অভিনীত ‘রঘু ডাকাত’।  বলাই বাহুল্য, এই ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে তাঁকে। ‘গোলন্দাজ’ ছবিতে এর আগে দেবের সঙ্গে কাজ করেছেন তিনি, স্বল্প সময়ের চরিত্রেও তিনি বুঝিয়ে দিয়েছিলেন নিজের অভিনয় দক্ষতা। তবে এই বছর পুজোয় মুক্তি পেতে চলেছে অ্যালেক্স অভিনীত আরও এককটি ছবি, দেবী চৌধুরানী। এই বিদেশি অভিনেতা ইতিমধ্যেই কাজ করছেন অক্ষয় কুমার ও যিশু সেনগুপ্তের সঙ্গে ‘ভূত বাংলা’ ছবিতে। অক্ষয় কুমারের সঙ্গে কেশরী ২ ছবিতে কাজ করার দারুণ অভিজ্ঞতা অ্যালেক্সের। 

 


অন্যদিকে বেশ কয়েক বছর আগে যিশু সেনগুপ্তর সঙ্গে ইয়েতি অভিযানেও কাজ করেছেন তিনি। তবে ‘ভূত বাংলা’ ছবিতে এই দুই অভিনেতার সঙ্গে কীভাবে দেখা যেতে চলেছে অ্যালেক্সকে, তা এখনই বলতে পারবেন না বলে জানিয়েছেন এই অভিনেতা, তবে যিশু সেনগুপ্তর সঙ্গে বহু বছর পর কাজ করতে পেরে তিনি খুশি। ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের চরিত্রে পর্দায় অ্যালেক্সকে দেখেছেন দর্শকেরা। তাঁর মতে, ভারতে যেভাবে বিদেশি অভিনেতাদের কথা ভেবে এখন চরিত্র লেখা হয়, তা অত্যন্ত আশাব্যঞ্জক।