সংবাদ সংস্থা, মুম্বই: অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে কম বিতর্ক হয়নি। নেপথ্যে প্রয়াত অভিনেতা তথা তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। ২০২০ সালে ‘কাই পো ছে’-র অভিনেতার অস্বাভাবিক মৃত্যর পর রিয়ার জীবনে ঝড় বয়ে গিয়েছে। মাঝে পার হয়েছে চার বছর। সুশান্তের সেই অধ্যায় কাটিয়ে ধীরে ধীরে নতুন ছন্দে ফেরার চেষ্টা করছেন ‘জালেবি’-র নায়িকা। এমনকি রিয়ার জীবনে নতুন সম্পর্কেরও গুঞ্জন উঠেছে। তবে কি সুশান্ত এখন অতীত! এরই মধ্যে এবার বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন রিয়া চক্রবর্তী।
বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেত্রী মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক নিখিল কামাতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রিয়া। যদিও এই নিয়ে যুগল মুখে কুলুপ এঁটেছেন। তবে সম্প্রতি বিয়ের প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন রিয়া। একটি পডকাস্ট অনুষ্ঠানে অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখনই বিয়ের জন্য প্রস্তুত নন। তাঁর কথায় “প্রথমত আমার মনে হয় বিয়ের কোনও নির্দিষ্ট বয়স হয় না৷ আর দ্বিতীয়ত বিয়ে করতেই বা হবে কেন! আর শুধু মেয়েদেরই এই চাপটা দেওয়া হয় কেন? ‘বায়োলজিক্যাল ক্লকের’ জন্য তো! তাহলে আপনার ডিম্বাণু সংগ্রহ করে রাখতে পারেন।যদিও সেটাও খুব যন্ত্রণাদায়ক। তবে চাইলে করতেই পারেন। আমার বেশিরভাগ বন্ধু ৪০ বছরে হয় বিয়ে করেছেন অথবা মা হয়েছেন।”
বিয়ের প্রসঙ্গে রিয়া আরও বলেন যে তাঁর যে সকল বন্ধুরা ২০ অথবা ৩০ বছরে বিয়ে করেছেন তাঁদের চেয়ে য়ারা ৪০ বছরে বিয়ে করেছেন তাঁরা বেশি ভাল আছেন। তাই সুশান্তের প্রাক্তন প্রেমিকার বক্তব্য, “আমার বয়স এখন ৩২। আমার মনে হয় না আমি বিয়ের জন্য প্রস্তুত। করণ আগামী দিনে পেশাগত জীবনে আমি আরও ভাল কাজ চাই।”
সুশান্তের মৃত্যুর অভিযোগের তির উঠেছিল রিয়া চক্রবর্তীর দিকে। মাদক যোগের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী। প্রায় ২৮ দিন জেলে থাকার পর ছাড়া পান তিনি। আর বিয়ের প্রসঙ্গেও সেই আদালতের বিষয়টি টেনে রিয়া বলেন, “আমি পাসপোর্টের জন্য আদালতে গেছি। অন্তত বিয়ের জন্যও আদালতের দ্বারস্থ হতে পারব না।”
