নিজস্ব সংবাদদাতা: শুধুই টাকা উপার্জন, বিলাসবহুল জীবনযাত্রার মধ্যে কখনওই আটকে থাকতে চাননি অভিনেত্রী লাবনী সরকার। তাই এবার অভিনয় জগত থেকে খানিকটা দূরে সরে নিজের নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী। রিমোট পেরেন্টিংয়ের মাধ্যমে একাধিক বাচ্চার দায়িত্ব নিতে চলেছেন লাবনী সরকার।
২৫০ এর ওপর ছবিতে অভিনয় তাঁর। টলিউডের অন্যতম পরিচিত মুখ লাবনী সরকার নিজের জীবনকে রঙে রাঙাতে চলেছেন, বলা যেতে পারে জীবনের আসল রঙে। যে রঙের হদিশ আমরা অনেকেই পাইনা। রিমোট পেরেন্টিং এর মাধ্যমে ইতিমধ্যেই একটি বাচ্চার দায়িত্ব নিয়েছেন তিনি।কিছুদিনের মধ্যেই আরও বেশ কিছু বাচ্চার দায়িত্ব নিতে চলেছেন।
লাবনী সরকারের কথায়, "আমি কোন এনজিও তৈরি করতে চাইছি না। এটা আমার টাকা উপার্জনের জায়গাও নয়। মানুষ হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাইছি। বহু বছর ধরেই এই ভাবনা আমার মধ্যে ছিল, অবশেষে শুরু করতে পারলাম। সুন্দরবনের একটি প্রান্তিক স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি, একটি বাচ্চার দায়িত্ব নিয়েছি এরপর আরও অনেক বাচ্চার দায়িত্ব নেব। এবার সেখানে গিয়ে অনেকটাই সময় কাটাচ্ছি, ওদের সঙ্গে থাকছি। কারণ এটা টাকা ছুঁড়ে দেওয়ার জায়গা নয়, ওদের মতো করে জীবনযাপন করতে হবে। সেখানে আমি অভিনেত্রী লাবনী সরকার নই, তাদের কাছের একজন মানুষ।"
এই কারণেই অভিনয় জগৎ থেকে দূরেও রয়েছেন তিনি। কাজ কমিয়ে দিয়েছেন আগের থেকে অনেকটাই। এমনকী এই কাজের জন্য অভিনয় ছেড়ে দিতেও দ্বিতীয়বার ভাববেন না এমনটাই জানালেন লাবনী সরকার। পর্দায় একাধিকবার মা হলেও বাস্তবে সন্তানের মা হওয়ার আনন্দ ঠিক কতটা? "এই অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। ওদের স্পর্শ, ওদের হাসি মুখগুলো জীবনে যে কী শান্তি এনে দিতে পারে তা বলে বোঝানো যাবে না। আমি ভালবাসি বলে হয়তো আমার জন্য একটা ফুল এনে দিল, বা নিমপাতা খেতে ভালবাসি বলে সেটাই এনে দিল, এর চেয়ে বড় আরাম ও শান্তি আর কিছুই নেই।" বললেন অভিনেত্রী।
