কৃতী শ্যাননের বোন নূপুর শ্যাননের জীবনে বড় সুখবর। দীর্ঘদিনের প্রেমিক, জনপ্রিয় গায়ক স্টেবিন বেনের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী। উদয়পুরে রাজকীয় বিয়ের জল্পনার মাঝেই নিজের বাগদানের রোমান্টিক মুহূর্তের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন নূপুর।
নূপুরের নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নূপুর লেখেন, ‘অনিশ্চয়তায় ভরা এই পৃথিবীতে আমি পেয়েছি আমার জীবনের সবচেয়ে সহজ উত্তর।’
তাঁর শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায়, রঙিন কার্নিভ্যাল নৃত্যশিল্পীদের ঘিরে এক স্বপ্নময় পরিবেশে হাঁটু গেড়ে নুপুরকে প্রপোজ করছেন স্টেবিন। নৃত্যশিল্পীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা— ‘উইল ইউ ম্যারি মি?’। দ্বিতীয় ছবিতে চোখে পড়ে নুপুরের আঙুলে ঝলমলে বড় হীরের আংটি। সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে যুগলকে জড়িয়ে ধরতে দেখা যায় দিদি কৃতীকেও।
এই বিশেষ দিনে নূপুর পরেছিলেন হালকা রঙের ফুলেল পোশাক, অন্য দিকে স্টেবিনকে দেখা যায় সাদা শার্ট, নীল ব্লেজারে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nupur Sanon (@nupursanon)
নূপুরের পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরে ওঠে কমেন্ট বক্স। জাহির ইকবাল, গায়ক সচেত ট্যান্ডন, অভিনেতা করণ ট্যাকার, সেলিব্রিটি স্টাইলিস্ট সুকৃতি গ্রোভার সহ একাধিক তারকা হৃদয়চিহ্ন দিয়ে ভালবাসা জানান।
এখনও যদিও পর্যন্ত নূপুর ও স্টেবিন আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করেননি, তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁদের বিয়ের অনুষ্ঠান হতে পারে আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি। তিন দিন ধরে। মূল বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা ১১ জানুয়ারি।
জানা গিয়েছে, উদয়পুরে সেই বিয়ের অনুষ্ঠানে বিনোদন জগতের খুব কম মানুষই উপস্থিত থাকবেন। তবে ইন্ডাস্ট্রির সহকর্মী ও পরিচিতদের জন্য মুম্বইয়ে আলাদা করে একটি রিসেপশনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে নূপুর ও স্টেবিনের। সেই রিসেপশনটি হওয়ার কথা ১৩ জানুয়ারি।
গত বছরের অক্টোবর মাসে নূপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে স্টেবিন বেন জানিয়েছিলেন, তিনি তখনও সিঙ্গল এবং কোনও সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। বিয়ের গুঞ্জন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে গায়ক বলেন, ইন্ডাস্ট্রিতে মানুষ সবসময় আলোচনার বিষয় খোঁজে, তাই এসব নিয়ে তিনি খুব একটা ভাবিত নন। যতক্ষণ না সেই আলোচনা তাঁর ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করছে, ততক্ষণ তিনি এতে কোনও সমস্যা দেখেন না বলেও জানান স্টেবিন।
অন্য দিকে বলিউডের অন্দরে গুঞ্জন, ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন কৃতী। তবে দু’জনেই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে তাঁদের বেড়াতে যাওয়ার ছবি এবং ভিডিও প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ে হবে ব্যক্তিগত হলেও আয়োজন হবে আড়ম্বরপূর্ণ। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরাই মূলত উপস্থিত থাকবেন। চলচ্চিত্র ও সঙ্গীত জগতের অতিথিদের সংখ্যা থাকবে সীমিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, “নুপুর ও স্টেবিন চেয়েছিলেন বিয়েটা একেবারে নিজেদের মতো করে, পরিবারের মানুষ আর দীর্ঘদিনের বন্ধুদের নিয়েই উদযাপন করতে।”