কৃতী শ্যাননের বোন নূপুর শ্যাননের জীবনে বড় সুখবর। দীর্ঘদিনের প্রেমিক, জনপ্রিয় গায়ক স্টেবিন বেনের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী। উদয়পুরে রাজকীয় বিয়ের জল্পনার মাঝেই নিজের বাগদানের রোমান্টিক মুহূর্তের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন নূপুর।

নূপুরের নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নূপুর লেখেন, ‘অনিশ্চয়তায় ভরা এই পৃথিবীতে আমি পেয়েছি আমার জীবনের সবচেয়ে সহজ উত্তর।’

তাঁর শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায়, রঙিন কার্নিভ্যাল নৃত্যশিল্পীদের ঘিরে এক স্বপ্নময় পরিবেশে হাঁটু গেড়ে নুপুরকে প্রপোজ করছেন স্টেবিন। নৃত্যশিল্পীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা— ‘উইল ইউ ম্যারি মি?’। দ্বিতীয় ছবিতে চোখে পড়ে নুপুরের আঙুলে ঝলমলে বড় হীরের আংটি। সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে যুগলকে জড়িয়ে ধরতে দেখা যায় দিদি কৃতীকেও।

এই বিশেষ দিনে নূপুর পরেছিলেন হালকা রঙের ফুলেল পোশাক, অন্য দিকে স্টেবিনকে দেখা যায় সাদা শার্ট, নীল ব্লেজারে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nupur Sanon (@nupursanon)