নুপূর স্যানন ও গায়ক স্টেবিন বেনের বিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ১১ জানুয়ারি চারহাত এক হতে চলেছে তাঁদের। তার আগেই রাজস্থানের উদয়পুরে শুরু হয়ে গিয়েছে তিন দিনের জমকালো বিয়ের অনুষ্ঠান। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজনের সঙ্গীত ও গায়ে হলুদের ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নাচ, গান আর রঙিন সাজে নুপূরের ‘ব্রাইডাল গ্লো’ নজর কেড়েছে সকলের।

সঙ্গীতের রাতে নুপূর বেছে নিয়েছিলেন একেবারে উৎসবমুখর সাজ। নানা রঙের প্যানেল দেওয়া লেহঙ্গায় ছিল গোলাপি, কমলা, সবুজ-সহ নানা উজ্জ্বল শেড। আয়না ও সিকুইনের সূক্ষ্ম কাজ লেহঙ্গাটিকে আরও ঝলমলে করে তুলেছিল। এর সঙ্গে তিনি পরেছিলেন সোনালি রঙের ভারী এমব্রয়ডারি করা ব্লাউজ, যার হেমলাইনে ছিল ট্যাসেলের কাজ।

এই লুকের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল আয়নায় সাজানো চেন, যা হাত ও পিঠ ঘুরে চুল পর্যন্ত গিয়েছে। দেখতে এটিকে এক ধরনের মনে হয়েছে। গলায় চোকার, মাথায় মাথা পট্টি, কানে ঝুমকো, হাতে চু়ড়ি, সব মিলিয়ে ছিল একেবারে রাজকীয় সাজ। হালকা স্মোকি চোখ, গ্লসি ঠোঁট আর পরিপাটি বাঁধা চুলে নুপূরের সাজ সম্পূর্ণ হয়। অন্য দিকে, স্টেবিনও সিকুইন ব্লেজার ও কুর্তা-পায়জামায় উদযাপনের মেজাজে সেজে উঠেছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Manav Manglani (@manav.manglani)