বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বাড়িতে এখন উৎসবের আমেজ। সদ্যই উদয়পুরে খ্রিস্টান মতে বিয়ে সেরেছেন নূপুর শ্যানন এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্টেবিন বেন। যেহেতু এটি দুই ধর্মের মানুষের নতুন পথ চলার শুরু, তাই একজনের ধর্মীয় আচার মেনেই কেবল বিয়ে হবে, সেটা কি হয়? তাই খ্রিস্টান মতের পর হিন্দু রীতি, আচার মেনে রবিবার রাতে সাতপাকে বাঁধা পড়লেন নূপুর শ্যানন এবং স্টেবিন বেন।
গাঁটছড়া বাঁধার পরই বিয়ের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন কৃতি শ্যাননের দিদি। নূপুরের পোস্ট করা প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে তিনি এবং স্টেবিন একে অন্যের হাত ধরে সাতপাক ঘুরছেন। বরের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে নূপুর। রয়েছে তাঁদের মালা বদল থেকে বিয়ের অন্যান্য রীতির ছবিও। সিঁদুরদানের মুহূর্তে দিদির পাশেই ছিলেন অভিনেত্রী কৃতি। এমনকী নূপুরকে বিয়ের মণ্ডপে আনার সময় তাঁর মাথার উপর ফুলের চাঁদোয়াও ধরেছিলেন। কেবল কৃতি শ্যানন নন, তাঁর চর্চিত প্রেমিক কবীর বাহিয়াকেও এদিন তাঁর পাশে দেখা যায়। নূপুরের পোস্ট করা শেষ ছবিটিতে তাঁদের গোটা পরিবারকে দেখা যাচ্ছে নবদম্পতির সঙ্গে।
নূপুর শ্যানন এদিন তাঁর বিয়ের এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'তুই আমার গতকালের শান্তি। তুইই আমার আজকের কৃতজ্ঞতা।' তাঁদের খ্রিস্টান মতের বিয়ের ছবি পোস্ট করেছিলেন স্টেবিন বেন। তিনি সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমি করেছি, আমি করছি, আমি করব সবসময় এবং চিরকাল।' তাঁরা তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আনার পর আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্দেজ, বিকাশ জৈন, মৌনি রায়, ভূমি পেডনেকর, ঋদ্ধিমা কাপুর, রুবিনা দিলায়েক, রকুলপ্রীত সিং প্রমুখ মন্তব্য করেছেন। মন্তব্য করেছেন নূপুর শ্যাননের চর্চিত হবু জামাইবাবু কবীর বাহিয়াও। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কৃতি এবং কবীরের সম্পর্ক ওপেন সিক্রেটের মতো, তাঁদের কথা সকলেই জানেন, একাধিক অনুষ্ঠান, ইভেন্টে তাঁদের একত্রে দেখা যায়। কিন্তু এখনও আনুষ্ঠানিক ভাবে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেননি তাঁরা।
বিয়ের পরদিনই সোমবার উদয়পুর থেকে বাড়ির পথে রওনা দেন নবদম্পতি। নূপুর শ্যানন এবং স্টেবিন বেনকে বিমানবন্দরে দেখা যায়। সঙ্গে ছিলেন কৃতি শ্যানন, তাঁর চর্চিত প্রেমিক কবীর বাহিয়া এবং পরিবারের অন্যান্যরা। নূপুরের বিয়েতে বলিউড ইন্ডাস্ট্রির থেকে কৃতির দুই কাছের বন্ধু মৌনি রায় এবং দিশা পাটানি উপস্থিত ছিলেন।
