কৃতি স্যানন তাঁর প্রেমজীবন নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু সাম্প্রতিক কিছু ছবি যেন নীরবেই অনেক কথা বলে দিচ্ছে। আবারও কবীর বাহিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। তবে এবার আর বিষয়টা শুধু সোশ্যাল মিডিয়ার জল্পনা নয়, বরং ইনস্টাগ্রামে কবীর নিজে যে ছবিগুলো শেয়ার করেছেন, সেগুলোই আগুনে ঘি ঢেলেছে।
কৃতির বোন নূপুর স্যানন ও স্টেবিন বেনের বিয়ের অনুষ্ঠান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেন কবীর। ক্যাপশন ছিল, “অপূর্ব সব স্মৃতি এবং পছন্দের মানুষ।” প্রথম ছবিতে প্রযোজক দীনেশ বিজান ও স্ত্রী ২-এর পরিচালক অমর কৌশিকের সঙ্গে পোজ দিতে দেখা যায় কবীরকে। কিন্তু আসল চমক ছিল তৃতীয় স্লাইডে, যেখানে কবীর ও কৃতি একসঙ্গে দাঁড়িয়ে, একেবারে কাছাকাছি, স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে ধরা দিয়েছেন ক্যামেরায়।
বিয়ের অনুষ্ঠানে কৃতি পরেছিলেন চোখধাঁধানো টিল-সবুজ গাউন, আর কবীর বেছে নিয়েছিলেন ক্লাসিক অল-হোয়াইট লুক। এই সাজের পিছনেও ছিল এক বিশেষ ব্যক্তিগত ছোঁয়া।খবর, কৃতির গাউনটি ডিজাইন করা হয়েছিল নূপুর স্যাননের উদ্যোগে তৈরি এক ফ্যাশন লেবেলের মাধ্যমে, যেখানে তাঁর মা-ও অংশীদার। ফলে পোশাকটি শুধু স্টাইল স্টেটমেন্ট নয়, পরিবারের আবেগও জড়িয়ে ছিল তাতে।
এই ছবির অ্যালবামে বিয়ের আরও নানা মুহূর্ত ধরা পড়েছে। হলুদ অনুষ্ঠানে কৃতি ও বরুণ শর্মার সঙ্গে কবীরের একটি ফ্রেম, আবার একটি ছবিতে বর স্টেবিন বেনের সঙ্গে কবীরের হাসিখুশি, অনাবিল মুহূর্ত। মুম্বই রিসেপশনের একটি ছবিতে দেখা যায়, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন কৃতি ও কবীর, যা দেখে কৃতি-কবীরের সম্পর্কের গুঞ্জন আরও জোরদার হয়েছে। মজাদার হয়ে উঠেছে কমেন্ট সেকশনও। নুপুর স্যানন মজার ছলে লিখেছেন, “এক মিনিট! এটা কার বিয়ে? আমি এখানে নেই কেন?” বরুণ শর্মার প্রতিক্রিয়া আরও সরল, “ভাই” সঙ্গে একগুচ্ছ লাল হৃদয়ের ইমোজি।
গত কয়েক মাস ধরেই কৃতি ও কবীরের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই জল্পনা আরও তীব্র হয় যখন নূপুরের বিয়ের আগে কৃতি ও কবীরকে একসঙ্গে একই গাড়িতে বিমানবন্দরে পৌঁছতে দেখা যায়। উদয়পুরে হওয়া এই ঘরোয়া বিয়ে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু উৎসবের প্রায় প্রতিটি পর্বে কবীরের উপস্থিতি নজর এড়ায়নি নেটদুনিয়ার।তবে এত আলোচনা সত্ত্বেও কৃতি বা কবীর কেউই এখনও তাঁদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। যদিও এর আগে টুইঙ্কল খান্না ও কাজলের শো টু মাচ -এ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সামান্য ইঙ্গিত দিয়েছিলেন কৃতি। সেখানে নিজের ক্রাশ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, সেটি “ইন্ডাস্ট্রির কেউ নন।”
