সলমন খান মানেই আলাদা এক আবেগ। ‘ভাইজান’ নামটা শুধুই তাঁর কোনও ‘ফ্যান নেম’ নয়, এই ডাক-এর অর্থ কোটি কোটি অনুরাগীর সঙ্গে তাঁর এক ধরনের আপন সম্পর্ক। বয়স, ভাষা, বিতর্ক বা প্রজন্ম কোনও কিছুই সলমনের জনপ্রিয়তার পথে বাধা নয়। আর সেই জনপ্রিয়তার সবচেয়ে সুন্দর দিকটা বারবার ধরা পড়ে শিশুদের সঙ্গে তাঁর আচরণে। সাম্প্রতিক গোয়া সফরেও তার ব্যতিক্রম হল না।
'বজরঙ্গি ভাইজান' ছবির একেবারে শেষে 'বজরঙ্গি' ওরফে সলমনকে মামু বলে ডেকে উঠেছিল পাকিস্তানের ছোট্ট মেয়ে মুন্নি। পর্দায় সেই দৃশ্য দেখে আবেগে চোখ ভিজেছিল দর্শকের। পর্দার পর এবার এক ছোট্ট শিশুর থেকে সেই ডাক ফের শুনলেন সলমন! শনিবার রাতে নিজের ভাইপো আয়ান অগ্নিহোত্রীর এনগেজমেন্টে যোগ দিতে গোয়ায় পৌঁছন সলমন খান। বিমানবন্দরে নামার মুহূর্তেই তাঁর জন্য অপেক্ষায় ছিল একঝাঁক খুদে ভক্ত। কারও হাতে ছিল নিজের হাতে বানানো কার্ড, কেউ আবার আদর করে ডাকছিল, ‘মামু’। এক অপরিচিত শিশুর মুখে তাঁর জন্য এই ডাক শুনে অপ্রত্যাশিত এই ভালবাসায় খানিকটা চমকে গিয়েছিলেন তারকা। অবশ্য চমকে গেলেও মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সলমন থেমে পড়েন। সেই শিশুর সঙ্গে হাসিমুখে কথা বলেন, খোঁজ নেন, আর সময় দেন সেই শিশুদের, যাদের চোখে তিনি শুধুই একজন তারকা নন, পরিবারের একজন সদস্যের মতো।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)
এই ছোট্ট মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা উচ্ছ্বসিত। কেউ লেখেন, “ভক্তদের প্রতি নিখাদ ভালবাসা নিয়ে হাঁটছেন সলমন খান।” আরেকজনের মন্তব্য, “কী মিষ্টি!” কেউ আবার সংক্ষেপে লিখেছেন, “সবার জান, ভাইজান।” প্রশংসার বন্যায় আবারও প্রমাণ, পর্দার বাইরেও সলমন খান ঠিক ততটাই আপন দর্শক-অনুরাগীর ।
তবে এরকম ঘটনা এই প্রথম নয়। কয়েক দিন আগেই হায়দরাবাদে ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগের একটি অনুষ্ঠানে শিশুদের সঙ্গে সলমনের আন্তরিক মেলামেশা নজর কাড়ে। সেই অনুষ্ঠানে একে একে প্রত্যেক খুদে ভক্তের সঙ্গে হাত মেলান, ছবি তোলেন, কথা বলেন। ভিডিওতে স্পষ্টতাঁর কোনও তাড়াহুড়ো নেই, কোনও আনুষ্ঠানিকতা নেই, শুধু খাঁটি মানবিক যোগাযোগ।
পেশাগত দিক থেকে সলমন খান এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’ নিয়ে। ২০২০ সালে গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনার সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি এই যুদ্ধনাট্যে তাঁকে দেখা যাবে কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায় ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার হিসেবে। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটি বর্তমানে পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। সলমনের ৬০তম জন্মদিনে মুক্তি পেয়ে এ ছবির ফার্স্ট লুক ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে, গোয়ার পারিবারিক অনুষ্ঠানে সলমনের উপস্থিতির কারণ, তাঁর বোনপো আয়ান অগ্নিহোত্রীর এনগেজমেন্ট। আয়ান নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর বাগদান পর্ব অনুষ্ঠানের একাধিক ছবি। এক ফ্রেমে টিনা রিজওয়ানির আঙুলে ঝলমলে এনগেজমেন্ট রিং, অন্য ছবিতে আয়ানের স্নেহভরা চুমু। তারকাখচিত মুহূর্তের ভিড়েও, সলমন খান যেন বারবার মনে করিয়ে দিলেন আসল তারকাখ্যাতি গড়ে ওঠে মানুষের হৃদয়ে।