সলমন খান মানেই আলাদা এক আবেগ। ‘ভাইজান’ নামটা শুধুই তাঁর কোনও ‘ফ্যান নেম’ নয়, এই ডাক-এর অর্থ কোটি কোটি অনুরাগীর সঙ্গে তাঁর এক ধরনের আপন সম্পর্ক। বয়স, ভাষা, বিতর্ক বা প্রজন্ম কোনও কিছুই সলমনের জনপ্রিয়তার পথে বাধা নয়। আর সেই জনপ্রিয়তার সবচেয়ে সুন্দর দিকটা বারবার ধরা পড়ে শিশুদের সঙ্গে তাঁর আচরণে। সাম্প্রতিক গোয়া সফরেও তার ব্যতিক্রম হল না।

 

'বজরঙ্গি ভাইজান' ছবির একেবারে শেষে 'বজরঙ্গি' ওরফে সলমনকে মামু বলে ডেকে উঠেছিল পাকিস্তানের ছোট্ট মেয়ে মুন্নি। পর্দায় সেই দৃশ্য দেখে আবেগে চোখ ভিজেছিল দর্শকের। পর্দার পর এবার এক ছোট্ট শিশুর থেকে সেই ডাক ফের শুনলেন সলমন!
শনিবার রাতে নিজের ভাইপো আয়ান অগ্নিহোত্রীর এনগেজমেন্টে যোগ দিতে গোয়ায় পৌঁছন সলমন খান। বিমানবন্দরে নামার মুহূর্তেই তাঁর জন্য অপেক্ষায় ছিল একঝাঁক খুদে ভক্ত। কারও হাতে ছিল নিজের হাতে বানানো কার্ড, কেউ আবার আদর করে ডাকছিল, ‘মামু’। এক অপরিচিত শিশুর মুখে তাঁর জন্য এই ডাক শুনে অপ্রত্যাশিত এই  ভালবাসায় খানিকটা চমকে গিয়েছিলেন তারকা। অবশ্য চমকে গেলেও মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সলমন থেমে পড়েন। সেই শিশুর সঙ্গে হাসিমুখে কথা বলেন, খোঁজ নেন, আর সময় দেন সেই শিশুদের, যাদের চোখে তিনি শুধুই একজন তারকা নন, পরিবারের একজন সদস্যের মতো।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)