জনপ্রিয় ক্রিকেটার আর অভিনেতারা সাধারণত আলোচনার বাইরে থাকতে পারেন না। তাই তাঁদের যেকোনও মন্তব্য, কীর্তি মুহূর্তে পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ায়। আর বিশেষ করে তাতে যদি ছোঁয়া থাকে বিতর্কের, কিংবা গন্ধ থাকে আমিষের তাহলে তো কথা-ই নেই! ঠিক সেই কারণেই শিরোনামে এখন অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি দাবি করেন, বহু ভারতীয় ক্রিকেটার তাঁর পিছনে পড়ে ছিলেন। এমনকী নাম টেনে বলেন, ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব নাকি নিয়মিত তাঁকে ফোনে মেসেজ করতেন! যদিও এখন আর তেমন কথা হয় না। পরের এক সাক্ষাৎকারে অবশ্য খুশি সাফাই দেন, তাঁদের সম্পর্ক “শুধুই বন্ধুত্বের”। সূর্যকুমারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, কোনওদিন কি তিনি কোনও ক্রিকেটারকে ডেট করবেন? খুশির সোজাসাপটা উত্তর ছিল, তিনি একেবারেই চান না কোনও ক্রিকেটারের সঙ্গে নিজের নাম জড়াতে। এরপরেই তাঁর বিস্ফোরক জবাব, “অনেক ক্রিকেটারই আমার পিছনে পড়ে ছিল। সূর্যকুমার যাদব অনেক মেসেজ করত। তবে এখন আর তেমন যোগাযোগ হয় না। আমি আর কোনও লিঙ্ক-আপ চাই না।”
এরপরই আরেক সাক্ষাৎকারে খুশি খানিকটা নরম সুরে বোঝান, বিষয়টি যতটা মনে হচ্ছে, অতটাও মশলাদার, চটকদার নয়। তাঁর কথায়, “আমাদের মধ্যে তেমন কিছুই ছিল না। আমরা ভাল বন্ধু ছিলাম, এর বেশি নয়। একটা সময়ে ও একটা ম্যাচ হারায়, তখন একটু খারাপ লেগেছিল বলেই বলেছিলাম। কিন্তু মানুষ যদি আমার ফোনের চ্যাট ঘেঁটে পোস্ট করে, ফোন হ্যাক করে...তাহলে আমি কী বলব?”
খুশির মন্তব্যের পর তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ তাঁর দাবি “ভুয়ো ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে কটাক্ষ করতে শুরু করেন। বিতর্ক আরও জোরালো হয়েছে কারণ সূর্যকুমার যাদব বহুদিন ধরেই বিবাহিত। ২০১৬ সালে বিয়ে করেছেন দেবিশা শেট্টিকে।স্টেডিয়ামে, সোশ্যাল মিডিয়ায় প্রায়শই যাঁকে দেখা যায় স্বামীকে সমর্থন জানাতে পাশে দাঁড়াতে।
এরই মধ্যে ফর্ম নিয়ে বেশ চাপে রয়েছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। অধিনায়ক হিসেবে নজরও বেশি তাঁর দিকে। মাঠে লড়াইয়ের পাশাপাশি আচমকা জুড়ে যাওয়া ব্যক্তিগত বিতর্ক নিঃসন্দেহে নতুন চাপ বাড়িয়েছে। এখন দেখার খেলা দিয়ে কত দ্রুতই বা এই বিতর্কের আছড়ে পড়া ঢেউ থামাতে পারেন সূর্য।
