সংবাদসংস্থা মুম্বই: রাখির দিনে দুই বোনই একসঙ্গে পালন করলেন এই বিশেষ দিন। শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের মিষ্টি সম্পর্ক দেখে দুই বোনকে চিরকাল এমনই থাকার আশীর্বাদ করেন তাঁদের অনুরাগীরা। সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে খুশি, দিদি জাহ্নবীকে নিয়ে মুখ খুলেছেন। 

তিনি বলেন, "দিদি আমার কাছে অভিভাবক। আমার জীবনে ঠিক, ভুল সবটাই ছোটবেলা থেকে দিদির হাত ধরে শেখা। এখনও কোনও কাজে পা বাড়াতে গেলে আগে দিদির পরামর্শ নিই। মা চলে যাওয়ার পর থেকে দিদিই আমায় কঠিন সময় কীভাবে মোকাবিলা করতে হয়, শিখিয়েছে।"

এক সময় 'কফি উইথ করণ'-এর এক পর্বে একসঙ্গে ধরা দিয়েছিলেন এই দুই বোন। সেখানে মা শ্রীদেবীকে নিয়ে কথা উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা দু'জন। সেই সময় জাহ্নবীকে বলতে শোনা যায়, "মার মৃত্যুর খবর পেয়ে আমি খুব ভেঙে পড়ি। সেই সময় 'ধরক'-এর শুটিং চলছিল আমার। আমি পাশের ঘর থেকে শুনতে পাই খুশির কান্নার আওয়াজ। তখন ওর ঘরে যেতেই দেখি, আমাকে দেখে কান্না থামিয়ে দেয় ও। এরপর আর কোনওদিন মায়ের জন্য কাঁদতে দেখিনি ওকে। আমাকে আর বাবাকে একা হাতে সামলেছে খুশি।"

জাহ্নবী ছোট বোনকে নিয়ে আরও বলেন, "মায়ের অনেক গুণ খুশির মধ্যে দেখতে পাই। যেমন একা হাতে পরিবার এবং কাজ দু'টোই সঠিকভাবে সামলানো। ধৈর্যশীল, শান্ত স্বভাবের মতো মায়ের অনেক গুণ ও পেয়েছে।"

মা মারা যাওয়ার পর থেকে যে দুই বোন জাহ্নবী ও খুশি একে ওপরের পরিপূরক তা বলাই বাহুল্য। 

প্রসঙ্গত, দুই বোনের প্রেমের গুঞ্জন এখন তুঙ্গে। কিছুদিন আগেই শ্রীদেবীর জন্মবার্ষিকী উপলক্ষে তিরুপতি মন্দিরে চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে দেখা গিয়েছিল জাহ্নবীকে। নেটিজেনদের দাবি, মায়ের জন্মদিনেই শিখরের সঙ্গে নিজের প্রেমে সিলমোহর দিলেন অভিনেত্রী। আর অন্যদিকে বেদাঙ্গ রায়নার সঙ্গে ইতিমধ্যেই প্রেমের গুঞ্জন দৃঢ় হয়েছে খুশির।