বিবাদ যেন মিটছেই না। দুই পক্ষই নাছোড়। সম্প্রতি সঞ্জয় কাপুরের শেষ স্ত্রী প্রিয়া সচদেব কাপুর শীর্ষ আদালতের কাছে আবেদন করেছেন যাতে তাঁকে একবার করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুরের বিবাহ বিচ্ছেদের কাগজ দেখতে দেওয়া হয়। এবার এই ঘটনায় প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী।
করিশ্মা কাপুর প্রিয়া কাপুরের এই উদ্ভট আবেদনকে ফালতু বলে দাবি করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, এভাবে কারও ডিভোর্স পেপার দেখতে চাওয়ার অর্থ, তাঁর ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপ করতে চাওয়া। গোটা ঘটনায় প্রাক্তন বৌদি করিশ্মার পাশেই প্রয়াত ব্যবসায়ী সঞ্জয়ের বোন।
সূত্রের খবর করিশ্মা কাপুরের তরফে আইনজীবী প্রিয়ার এই দাবিকে কোর্টে বিরোধিতা করেছেন। জানা গিয়েছে, অভিনেত্রী এই ঘটনটিকে ফালতু এবং ব্যক্তিগত, সংবেদনশীল, গোপন তথ্যে হস্তক্ষেপের চেষ্টা বলে দাবি করেছেন। কোর্টের তরফে করিশ্মাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি তাঁর আপত্তির জায়গাটা রেকর্ড করে জমা দেন। এবং একই সঙ্গে তাঁকে ২ সপ্তাহের সময় দিয়েছেন এই বিষয়ে বিস্তারিত জবাব দেওয়ার জন্য।
কেবল করিশ্মা কাপুর নন, প্রিয়ার এই উদ্ভট দাবিকে অবান্তর এবং অপ্রয়োজনীয় বলেই মনে করেছেন সঞ্জয় কাপুরের বোন অর্থাৎ করিশ্মা কাপুরের প্রাক্তন ননদ মন্দিরা কাপুর স্মিথ। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন এভাবে কারও ডিভোর্স পেপার চাওয়া অনৈতিক এবং অপ্রয়োজনীয়। তিনি বিস্তারিত জানিয়ে বলেন, 'আমার ভাই যদি এই তথ্যগুলো সবার সঙ্গে ভাগ করতে চাইত, তাহলে ওদের যখন বিয়ে হল (প্রিয়া এবং সঞ্জয়ের) তখনই জানাত বা দিত। আমি বুঝতে পারছি না, এখন কেন এই বিষয়টা নিয়ে খোঁচাখুঁচি করা হচ্ছে?' গোটা বিষয়টাকে তিনি সংবেদনশীল বলে জানিয়েছেন। তাঁর মতে এটিকে গোপন রাখতে দেওয়াই শ্রেয় যেহেতু এখানে তাঁর ভাইয়ের সন্তানরাও জড়িত।
প্রসঙ্গত, গত বছর ইংল্যান্ডে গলফ খেলতে গিয়ে মৃত্যু হয় বিজনেস টাইকুন সঞ্জয় কাপুরের। তাঁর মৃত্যুর পর থেকেই কখনও করিশ্মার সন্তানদের পড়াশোনার খরচ না দেওয়া, কখনও প্রয়াত ব্যবসায়ীর মাকে কম পারিশ্রমিক দেওয়ার মতো অভিযোগ উঠেছে প্রিয়ার বিরুদ্ধে। বারবার বিভিন্ন বিষয় নিয়ে তিন পক্ষকে আইনের দ্বারস্থ হতে হচ্ছে।
এই বিষয়ে সকলকে জানিয়ে রাখা ভাল, সঞ্জয় কাপুর নন্দিতা মহতানিকে ১৯৯৬ সালে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ের আয়ু মাত্র ৪ বছর ছিল। ২০০০ সালে আইনত আলাদা হন তাঁরা। এরপর ২০০৩ সালে করিশ্মা কাপুরকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান আছে, সামাইরা এবং কিয়ান। ২০১৬ সালে সেই বিয়েতেও ইতি টানেন সঞ্জয়। অবশেষে ২০১৭ সালে বিয়ে করেন প্রিয়াকে। তাঁদেরও একটি ছেলে আছে, আজারিয়াস।
