ফুলো কা তারো কা কার গান? টেলর সুইফ্টের? রাখিবন্ধনের দিন বলিউড পরিচালক-প্রযোজক কর্ণ জোহরের দিকে এই প্রশ্নই ছুড়ে দিয়েছে তাঁর দুই সন্তান ইয়াশ এবং রুহি।
একটি মজার ইনস্টাগ্রাম ভিডিও শেয়ার করেছেন করণ। সেখানে দেখা যাচ্ছে, দুই সন্তানকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। তারপরেই কিশোর কুমারের কণ্ঠে বিখ্যাত 'ফুলো কা তারো কা'-র প্রথম পঙক্তিটি আওড়ান তিনি। বাবার মুখে তা শুনে ছেলেমেয়ের নিষ্পাপ প্রশ্ন, 'এই গানটা কে গেয়েছেন? টেলর সুইফ্ট?' তাদের কথা শুনে হতবাক বলিউড তারকা স্বয়ং।
মাঝেমধ্যেই দুই সন্তানের সঙ্গে এরকম মজার মুহূর্ত ভাগ করে নেন করণ। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন পরিচালক-প্রযোজক। ছেলেমেয়ে একা হাতে বড় করছেন তিনি। পাশে আছেন না হিরু জোহর।
নিজের পরিবার তৈরির স্বপ্ন দেখেছিলেন করণ। চেয়েছিলেন বাবা হতে। সেই দায়িত্ব বেশ সুন্দরভাবেই পালন করছেন তিনি। সন্তানদের মাতৃপরিচয় নিয়ে বহু প্রশ্ন, কটাক্ষের মুখে পড়েছেন পরিচালক। তবে সে সবকে তোয়াক্কা না করে বাঁচেন নিজের শর্তে।
সম্প্রতি অনেকটা ওজন ঝরিয়ে তাক লাগিয়েছেন করণ। কঠোর ডায়েট এবং শরীরচর্চাই নাকি তাঁর 'ফিট' থাকার মূল উপকরণ। দৈনন্দিন জীবনেও বড় পরিবর্তন এনেছেন তিনি। ২০২৪ সাল থেকে করণের শারীরিক পরিবর্তন বারবার নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেরই দাবি, ওজন কমানোর ওষুধ খান করণ। যার জন্য এমন অবস্থা হয়েছে তাঁর। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি তিনি।
আরও পড়ুন: সইফের উপর ভয়ানক হামলার স্মৃতি আজও তাজা! রাখিবন্ধনে দাদার জন্য কী প্রার্থনা বোন সাবার
‘কেশরি চ্যাপ্টর ২’-এর প্রচার হিসাবে সমাজমাধ্যমে লাইভ করেন প্রযোজক। অনন্যা পাণ্ডে-অক্ষয় কুমারের এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অনুরাগীদের প্রশ্নের উত্তরও দেন কর্ণ। তখনই উঠে আসে তাঁর সাম্প্রতিক চেহারার কথাও। করণ সাফ জানান, কোনও ওষুধ খেয়ে ওজন ঝরাননি তিনি। বরং পরিশ্রম করেছেন।
তিনি বলেন, “অনেক পরিশ্রম করেছি। যেমন কানাঘুষো শোনা যাচ্ছিল, তেমন কোনও ওষুধ খাইনি।” পাশাপাশি অনুরাগীরা তাঁর ভগ্ন স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ায় তাঁদেরও আশ্বস্ত করেছেন। এও বলেছেন, "আমি দারুণ আছি। এর আগে কখনও এত খুশি, এত হালকা অনুভব করিনি। যথাযথ উপায়েই আমি ওজন কমিয়েছি।”
আরও পড়ুন: সলমনের সঙ্গে বন্ধুত্বেই প্রাণসংশয় কপিলের! ক্যাফেতে গুলি চলার পর অডিও ক্লিপিং ফাঁস হতেই চাঞ্চল্য
১৯৯৮ সালে 'কুছ কুছ হোতা হ্যায়' দিয়ে পরিচালনায় হাতেখড়ি করণের। তারপর 'কভি খুশি কভি গম', 'কভি অলভিদা না কহে না', 'রকি অউর রানি কি প্রেম কহানি'-র মতো হিট সব ছবি তৈরি করেছেন। প্রযোজক হিসাবেও তিনি সফল।
