টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
করণকে ‘মোটা’ বলতেন মা
করণ জোহর তাঁর ওজন কমিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। তবে এই রূপান্তর ঘিরে ওজন কমানোর ওষুধ ‘ওজেম্পিক’ ব্যবহার করার গুঞ্জনও ছড়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ নিজেই জানালেন, কীভাবে আসলে ওজন কমিয়েছেন। সেই সঙ্গে ডায়েট করতে গিয়ে একবার অজ্ঞান হয়ে যাওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন তিনি।
করণ জানান, ছোটবেলায় তাঁর বাবা মনে করতেন তাঁকে শুধু ‘পাপি ফ্যাট’-এর কারণে একটু মোটা দেখাচ্ছে। বয়স বাড়লে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাঁর মা এই বিষয়ে বরাবরই বাস্তববাদী ছিলেন। করণের কথায়, “আমার বাবা একেবারে ভ্রান্ত ধারণার মধ্যে থাকতেন। ভাবতেন, আমার তো শুধু পাপি ফ্যাট। সেটা চলে যাবে। ছেলে তো খুব হ্যান্ডসাম। কিন্তু আমার মা একেবারেই একমত ছিলেন না। উনি বলতেন, ‘তুমি কী বলছ যশ? ও তো ভীষণ মোটা, অনেক ভারী।’ বাবা চাইতেন আমি হিরো হই, আর মা চোখ উল্টে বলতেন, আমার দ্বারা কিছুই হবে না, হিরো হওয়া তো দূরের কথা। পাঞ্জাবি মায়েরা সবসময় ভুল ধারণা নিয়ে থাকেন না।”
করণ আরও জানান, কলেজে পড়তে গিয়েই প্রথম তিনি ওজন কমানোর সিদ্ধান্ত নেন। কলেজে পৌঁছে তিনি বুঝতে পারেন, সেখানে প্রায় সবাই তাঁর তুলনায় অনেকটাই রোগা। এই উপলব্ধি তাঁকে ভীষণভাবে নাড়া দেয়। সেই সময় একাধিকবার তিনি জেনারেল মোটরস ডায়েট অনুসরণ করেছিলেন। শুধু তাই নয়, একবার অ্যাটকিন্স ডায়েট করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
রিয়ার জীবনের স্তম্ভ
রিয়া চক্রবর্তীর জীবন ২০২০ সালে ওলটপালট হয়ে যায় প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। সেই সময় মাদকযোগের অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তার, একের পর এক দোষারোপে চরম মানসিক চাপে পড়তে হয় তাঁকে। সেই কঠিন সময়ের দিকে তাকিয়ে রিয়া এখন বলছেন, কাছের বান্ধবীদের নিরন্তর সমর্থন না পেলে তিনি হয়তো এই ঝড় সামলাতে পারতেন না।
অনুষা দান্ডেকর ও শিবানি দান্ডেকরের সঙ্গে রিয়ার বন্ধুত্ব বরাবরই গভীর। সম্প্রতি নিজের পডকাস্টেক ফাইনাল এপিসোডে ২০২০ সালের সেই দুঃসময়ের স্মৃতিচারণ করেন রিয়া। ওই পর্বে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু শিবানি ও অনুষা।
পডকাস্টে রিয়া বলেন, “তখন কারা আমার পাশে ছিল সেটা বলাটা ‘কুল’ ছিল না। কিন্তু আজ আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে বলতে পারি যে আমি সেই ঝড় কাটিয়েছি। সকলে বলে, তুমি খুব শক্ত মেয়ে। কিন্তু সত্যিটা হল, আমার জীবনের কিছু মানুষ না থাকলে আমি বাঁচতেই পারতাম না।”
রিয়া আরও যোগ করেন, “আজ এটা বলতে পারাটা আমার কাছে মুক্তির অনুভূতি। এটাই ছিল আমার দল। এরাই আমাকে সমর্থন করেছে। আর এখন এটা বললে ওদের কোনও নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে না।”
সলমনের ‘ব্যাটল অফ গালওয়ান’-এ প্রশান্ত
ইন্ডিয়ান আইডল সিজ়ন ৩–এর বিজয়ী গায়ক-অভিনেতা প্রশান্ত তামাং দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। সূত্রের খবর, আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত দ্বারকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রশান্ত তাঁর পরবর্তী ছবির কাজ শুরু করতে চলেছিলেন। তাঁর সলমন খানের সঙ্গে বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’এ অভিনয় করার কথা ছিল। ছবিতে যদিও তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত প্রকাশ্যে আনা হয়নি। তবে ২০২৫ সালে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে শুটিং চলাকালীন কিছু ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেখানে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘এটা সত্যিই বিশেষ কিছু। ভীষণ উত্তেজিত। ধন্যবাদ।’
