'কালরাত্রি' যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে  'কালরাত্রি ২' সিরিজের গল্প। রহস্যের জট খুলবে নাকি আরও জড়িয়ে যাবে? কোন ইঙ্গিত দিল আসন্ন সিরিজের ট্রেলার। 

২ জানুয়ারি, শুক্রবার প্রকাশ্যে এল 'কালরাত্রি ২' সিরিজের ট্রেলার। সেখানে প্রথম সিজনের কিছু ফিরে দেখার ক্লিপিংস যেমন আছে, তেমনই বোঝা গেল জট সম্পূর্ণ খোলার আগে তা আরও বেশি করে জড়িয়ে যাবে। নতুন চরিত্র সংযোজন হবে। রুদ্রই শেষ নয়, আরও একের পর এক খুন হবে। আর কাকতালীয় ভাবে সেই খুনগুলোর সময় বা ঠিক তারপরেই সেখানে উপস্থিত থাকে দেবী। সেই কি তবে খুনি? নাকি কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসাতে চাইছে? উত্তর তো  সিরিজের দ্বিতীয় সিজনে থাকবে। তবে ট্রেলারের শেষে দেখা যায় দেবী জানাচ্ছে যে সে বুঝতে পেরেছে খুনি কে। তারপর কি আদৌ প্রকৃত খুনিকে ধরা যাবে? ট্রেলারে এও দেখা যায় খোঁপার কাটার পর, এবার কম্পাস দিয়ে হৃদয় ফুটো করে খুন করা হবে।  মানে, সব খুনে অস্ত্রের ধরণ এক, কাটা।

'কালরাত্রি' যেমন টানটান উত্তেজনা রেখে শেষ হয়েছিল একগুচ্ছ প্রশ্ন তুলে, সেটা কি এই 'কালরাত্রি ২' -তে পাওয়া যাবে? এটাই কি শেষ সিজন হবে এই সিরিজের? নাকি আরও চলবে? ট্রেলার যেন আগ্রহ, প্রত্যাশা বাড়ানোর পাশাপাশি আরও একাধিক প্রশ্ন তুলে দিল। 

আগামী ৯ জানুয়ারি থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে 'কালরাত্রি ২'। মুখ্য ভূমিকায় রয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, রাজদীপ গুপ্ত, স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়, প্রমুখ।

প্রসঙ্গত, ছোটপর্দায় 'মিঠাই' ধারাবাহিক করে খ্যাতি অর্জন করেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। বলা যায় একপ্রকার এই নামেই তিনি পরিচিত হয়ে যান বাংলার ঘরে ঘরে। এরপর দেবের হাত ধরে বড়পর্দায় পা রাখেন। 'প্রধান' ছবির হাত ধরে অভিষেক হয় তাঁর। ওয়েব মাধ্যমে 'কালরাত্রি' তাঁর প্রথম কাজ। বলাই বাহুল্য, বিনোদনের তিনটি মাধ্যমেই তিনি কাজ করে ফেলেছেন, এবং তিনটিতেই দর্শকদের থেকে বিপুল সাড়া পেয়েছেন।