‘দিলওয়ালে দুলহানিয়া যে জায়েঙ্গে’-র সিমরন থেকে ‘ফনাহ’-এর জুনি কিংবা ‘গুপ্ত’, ‘মাই নেম ইজ খান’-এর মতো নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের আলাদা জায়গা পাকা করে নিয়েছেন কাজল। তবে শুধু পর্দার চরিত্র নয়, বাস্তব জীবনেও কাজল বারবার উঠে এসেছেন আলোচনায়, বিশেষ করে অজয় দেবগণের সঙ্গে তাঁর দীর্ঘ ও দৃঢ় বৈবাহিক সম্পর্কের জন্য। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কাজলের নানা মন্তব্য ঘিরে চর্চা হয় নেটপাড়ায়।

 

সম্প্রতি, মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড ২০২৫-এ কাজলকে রাজ কাপুর বিশেষ সম্মান দেওয়া হয়। মঞ্চে বক্তৃতার সময় মুম্বই সংবাদমাধ্যমের এক সাংবাদিক তাঁকে হিন্দিতে কথা বলতে অনুরোধ করলে তিনি রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন। কাজলের এই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমে। 

 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে কাজলকে মারাঠিতে বলতে শোনা যায়, এই পুরস্কার জেতাটা তাঁর কাছে বিশাল বড় বিষয়৷ এরপর এক রিপোর্টার তাঁকে পুরস্কার জেতার অনুভূতি হিন্দিতে ব্যক্ত করতে বলেন। এরপরেই বিরক্ত হন কাজল৷ তখন তিনি সাংবাদিককে উত্তর দেন, "এখন আমি আবার হিন্দিতে উত্তর দেব !" এরপর কাজল বলেন, "যিনি বুঝতে চান তিনি বুঝে নেবেন ৷" কাজলের এই ব্যবহার নেটিজেনদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে৷

 

আরও পড়ুন: জয়জয়কার 'রাণী ভবানী'র, ছিটকে গেল 'পরশুরাম'! খেলা ঘুরিয়ে টিআরপি-তে ছক্কা হাঁকাল কোন ধারাবাহিক?


এরপরেই নেটিজেনদের মন্তব্য উঠে এসেছে, "তাহলে হিন্দি সিনেমা করছেন কেন ?" আবার কেউ বলেছেন, "কেউ ওঁকে হিন্দি সিনেমা করতে বারণ করুন৷ ওনার শুধু মারাঠি সিনেমা করা উচিৎ৷" আর এক নেটিজেন লিখেছেন, "কাজল হিন্দি দর্শকদের কারণেই যশ-খ্যাতি অর্জন করেছেন৷ এখন প্রশ্ন করছেন.. আমি হিন্দিতে বলব?" সব মিলিয়ে বেশ আবহাওয়া গরম নেটপাড়ার। 

 

এদিনের অনুষ্ঠানে কাজলের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর মা অভিনেত্রী তনুজাও৷ ছিলেন অভিনেতা বর্ষীয়ান অভিনেতা অনুপম খের৷ এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কাজল। তারপর থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি।

তবে কাজলকে অনেকেই সমর্থনও করেছেন। কারণ অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে তিনি মারাঠি ভাষায় বক্তৃতা করছিলেন এবং অনুষ্ঠানের আবহ অনুযায়ী নিজস্ব সংস্কৃতির প্রতি সম্মান জানাচ্ছিলেন। অনেকেই মনে করেন, ভাষা নির্বাচনের স্বাধীনতা তাঁর রয়েছে, বিশেষ করে যদি সেটি অনুষ্ঠান ও শ্রোতার প্রেক্ষাপটে প্রাসঙ্গিক হয়।


এই বিতর্ক ফের একবার বলিউডে ভাষা সংবেদনশীলতার প্রশ্ন তুলে দিল। কাজল এখনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ভাষা নিয়ে এমন বিতর্ক ইন্ডাস্ট্রিতে আগেও দেখা গেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে—ভাষা কি শুধুই যোগাযোগের মাধ্যম, নাকি পরিচয়েরও প্রতিফলন?

 


প্রসঙ্গত, কিছুদিন আগেই বক্সঅফিসে মুক্তি পেয়েছে 'মা' ৷ যা প্রশংসিত হয়েছে দর্শক মহলে ৷ এছাড়াও তাঁকে দেখা গিয়েছে 'সরজমিন' ছবিতে, ইব্রাহিম আলি খান ও পৃথ্বিরাজ সুকুমরনের বিপরীতে৷ আগামীতে কাজলকে দেখা যাবে 'দ্য ট্রায়াল সিজন ২'-তে ৷ ফের একবার আইনজীবীর ভূমিকায় দেখা যাবে কাজলকে৷ এছাড়াও কাজলের হাতে রয়েছে 'মহারাগনি: কুইন অফ কুইনস'৷ এই ছবিতে কাজলের বিপরীতে দেখা যাবে প্রভু দেবা ও নাসিরুদ্দিন শাহকে৷

 


সম্প্রতি নিজের অন্যরকম দৃষ্টিভঙ্গির আরও প্রমাণ দিয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন—বিয়ে ও প্রেম সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি সময়ের সঙ্গে কতটা বদলেছে।

প্রেমের সংজ্ঞা যে কালের সঙ্গে বদলেছে, তা অকপটে স্বীকার করেছেন কাজল। তাঁর কথায়, “আগে ভাবতাম কেউ যদি আমার জন্য ১০টা চিঠি লেখে, ১৫ বার দরজায় এসে দাঁড়ায়, জানলায় ঢিল ছুঁড়ে দেয়, তাহলেই প্রেম। আজ সেটা হলে লোকটা স্টকার বা সিরিয়াল কিলার বলে পুলিশে খবর দেব!” তিনি এও বলেন, এখন বাস্তবতা অনেক বেশি আমাদের জীবনে জাঁকিয়ে বসেছে। বিশেষ করে দাম্পত্য সম্পর্কে।