সংবাদসংস্থা মুম্বই: ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল কাজল-প্রভু দেবার 'মিনসারা কানাভু'। হিন্দিতে ছবির নাম 'স্বপ্নে'। ২৭ বছর পর আবারও এক ছবিতে কাজল ও প্রভু দেবা। রয়েছে আরও বড় চমক। টলিউড থেকে থাকছেন যিশু সেনগুপ্ত। তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পালাপতির পরিচালনায় তৈরি হচ্ছে নতুন এই ছবি। এবার সামনে এল ছবির প্রথম ঝলক। সেই সঙ্গে নামও প্রকাশিত হল কাজল-প্রভু দেবার ছবির।

কাজল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসন্ন ছবি 'মহারাগনি: কুইন অফ কুইন্স'-এর প্রথম ঝলক শেয়ার করেছেন। এবং লিখেছেন, "আপনাদের সঙ্গে মুহূর্তটি শেয়ার করতে পেরে খুবই উত্তেজিত। মহারাগনি মানে রানিদের রানি। আশাকরি আপনাদের ভালো লাগবে ছবিটি।"

ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে হাই-বাজেট অ্যাকশন থ্রিলার হতে চলেছে ছবিটি। ট্রেলারে কাজলের অনবদ্য এন্ট্রি চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। পাশাপাশি প্রভু দেবাকেও তাঁর অনবদ্য স্টাইলে দেখা গেল। দর্শকদের মধ্যে ভয় জাগিয়ে তুলতে দেখা গিয়েছে। ছবিতে কাজল, যিশু, প্রভু দেবা ছাড়াও ছবিতে অভিনয় করছেন নাসিরউদ্দিন শাহ, সংযুক্ত মেনন, আদিত্য শীল-সহ অন্যান্যরা।