সংবাদসংস্থা মুম্বই: বলিউডের একসময়ের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন কাজল।‌ দর্শককে উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী ছবি। প্রাণোচ্ছ্বল স্বভাবের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। ৫০ বছরে পা দিলেন কাজল। আজ সকাল থেকেই তাই অনুরাগী থেকে শুরু করে সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী।

মুক্তির অপেক্ষায় রয়েছে কায়োজি ইরানি পরিচালিত, ধর্মা প্রোডাকশন প্রযোজিত কাজল অভিনীত ছবি 'সরজমিন'। এই ছবিতে প্রথমবার ইব্রাহিম আলি খান-কে বড়পর্দায় দেখা যেতে চলেছে। ইব্রাহিমের ডেবিউ ছবিতে তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুম্বই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন কাজল। তাঁর কথায়, আমি প্রথমবারের মতো পৃথ্বীরাজ সুকুমারন এবং ইব্রাহিম আলি খান-এর সঙ্গে কাজ করছি। আমার মনে হয়, এই থ্রিলার ছবিটি দর্শকের পছন্দ হওয়ার অন্যতম কারণ হিসাবে উঠে আসবে ওদের নাম।" 

সইফ পুত্র ইব্রাহিমকে নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, "ইব্রাহিম একজন খুব ভাল মাপের অভিনেতা। ওর চেষ্টা দেখে সত্যিই আমি অবাক। আমার বিশ্বাস ওঁর পারিবারিক অভিনয় দক্ষতার ধারাকে বজায় রাখবে ইব্রাহিম।" 

প্রসঙ্গত, কাজলের জন্মদিনে অনুরাগীরা স্মরণ করছেন তাঁদের প্রিয় নায়িকার অভিনয় জীবনের শুরুর দিনগুলোর কথা। ১৯৯২ সালে 'বেখুদি' ছবির মাধ্যমে কাজল কেরিয়ার শুরু করলেও, জনপ্রিয়তা এনে দিয়েছিল শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'।

১৯৯৪ সালে 'গুণ্ডারাজ' সিনেমার সেটে শুরু হয় কাজল আর অজয়ের প্রেম। ১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেন তাঁরা। বিয়ের পর অভিনয় জীবন থেকে দূরে সরে যান অভিনেত্রী। দীর্ঘ বিরতি কাটিয়ে ফেরেন 'হেলিকপ্টার ইলা' ছবির মাধ্যমে। এরপর বর্তমানে একের পর এক ছবি ও সিরিজের কাজের মাধ্যমে দর্শকের মন জয় করে চলেছেন কাজল।