সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ফের জুটিতে শাহরুখ-কাজল?
বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-কাজল। বহু রোমান্টিক ছবি দর্শককে উপহার দিয়েছেন তাঁরা। পর্দায় শাহরুখ-কাজলের রোম্যান্স দেখে প্রেমে পড়েছেন অনুরাগীরা। তাই এই জুটিকে ফের পর্দায় দেখার জন্য উৎসাহিত দর্শক। এই ইচ্ছা কি পূরণ হতে চলেছে? সম্প্রতি কাজল তাঁর আগামী ছবি 'মা'-এর প্রচারে এসে জানান যে, তিনিও আগ্রহী শাহরুখের সঙ্গে কাজ করতে। তাঁদের জুটির আবারও একটা রোমান্টিক ঘরানার ছবির জন্য তিনিও অপেক্ষা করছেন।
বাগদান সারলেন অভিকা
বাগদান সারলেন ছোটপর্দার 'আনন্দী'। একসময় 'বালিকা বধূ' ধারাবাহিক তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছিল। অনেকটা ছোট বয়সেই যথেষ্ট খ্যাতি পেয়েছিলেন তিনি। অবশেষে দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চাঁন্দওয়ানির সঙ্গে বাগদান সারলেন 'আনন্দী' ওরফে অভিকা গোর। বুধবার সমাজমাধ্যমে বাগদানের ছবি নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
ছোটপর্দার ফিরছেন জিতেন্দ্র?
২০০০ সালে টেলিভিশনে সম্প্রচারিত হতে শুরু করেছিল হিন্দি শো 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'। ২০০৮ সাল পর্যন্ত চলেছিল এই শোটি। দর্শকমহলে পেয়েছিল ব্যপক জনপ্রিয়তা। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল স্মৃতি ইরানি ও অমর উপাধ্যায়কে। 'তুলসী'র জীবনের নানা কাহিনি উঠে এসেছিল একতা কাপুর নির্মিত এই শোয়ে। এই শো আবারও পর্দায় নতুন করে আনতে চলেছেন একতা। নিজেকে আরও একবার 'তুলসী'র চরিত্রে গড়ে তুলতে নাকি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন স্মৃতি ইরানি। ৩ জুলাই সম্প্রচারিত হতে চলেছে 'কিঁউ কী সাস ভি কভি বহু থি ২'। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র।
