মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক সুরের রাত হঠাৎই পরিণত হলো বিশৃঙ্খলার রাতে। বলিউডের জনপ্রিয় গায়ক কৈলাশ খেরের লাইভ কনসার্ট চলাকালীন উত্তেজিত দর্শকশ্রেণির একাংশ হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্যারিকেড ভেঙে মঞ্চের দিকে ছুটে আসে বহু মানুষ, কেউ কেউ মঞ্চে উঠতেও উদ্যোগী হন। পরিস্থিতি এমন চরমে পৌঁছায় যে, গান মাঝপথেই বন্ধ করতে বাধ্য হন শিল্পী। চিৎকার করে দর্শক-শ্রোতাদের ‘জানোয়ার’ বলেও চিৎকার করে ওঠেন তিনি!
দর্শকের আচরণে স্পষ্টভাবে বিরক্ত হয়ে মাইক হাতে কৈলাশ খের সরাসরি সতর্ক করেন উপস্থিত ভক্তদের। তাঁর কণ্ঠে তীব্র হতাশা, “আমি আপনাদের প্রশংসা করছিলাম, আর আপনারা এমন জানোয়ারগিরি আচরণ করছেন। দয়া করে এমনটা করবেন না, নয়তো আমি অনুষ্ঠান বন্ধ করে চলে যাব।” পরিস্থিতি যখন আরও উত্তপ্ত হতে থাকে, তখন তিনি অনুরোধ করেন যেন কেউ মঞ্চে থাকা বাদ্যযন্ত্রের কাছে না যায়। তবে সতর্কবার্তার পরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবারের মধ্যরাতে, গোয়ালিয়র মেলা প্রাঙ্গণে আয়োজিত ‘বলিউড নাইট’-এ। অনুষ্ঠানের মূল উপলক্ষ ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী এবং ‘তবলা দিবস’ ও ‘গোয়ালিয়র গৌরব দিবস’-এর উদ্যাপন। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে হাজির ছিলেন হাজারো শ্রোতা-দর্শক। কিছুক্ষণ আগে ওই একই মঞ্চে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
