পড়শিদের চাপে পড়ে ঝিলকে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হয়েছিল সাক্ষ্যকে। কিন্তু সেই ঘটনা এখন অতীত। ঝিল চলে গিয়েছে তার জীবন থেকে। নতুন শুরু করতে প্রস্তুত নায়ক। কিন্তু একি! তার বিয়েতে, জীবনের নতুন শুরুতে ফের হাজির প্রাক্তন স্ত্রী! কী ঘটবে এবার?
'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। সেখানেই দেখা যাচ্ছে হবু স্ত্রীর সঙ্গে বিয়ের মণ্ডপে সাক্ষ্য। চলছে নানা রকম আচার অনুষ্ঠান। সেখানেই একটি লাল শাড়ি পরে হাজির হয় ঝিল। তাকে দেখেই ক্ষেপে যায় সাক্ষ্যর নতুন স্ত্রী। তাদের শুভ দৃষ্টির সময় সাক্ষ্য তার দিকে না তাকিয়ে তাকায় ঝিলের দিকে। শুধু তাই নয়, হাত ধরে প্রাক্তন স্ত্রীকে বিয়ের মণ্ডপেও নিয়ে আসে। সেটা দেখেই একাধিক প্রশ্নবাণে ঝিলকে জর্জরিত করতে থাকে সাক্ষ্যর হবু স্ত্রী। তখন নায়ক নিজেই জানায় ঝিলকে ছাড়া এই বিয়ে হতে পারে না। নায়িকা ব্যাঙ্গালুরু চলে যাচ্ছে শুনে কি তবে তার প্রতি ভালবাসা টের পেল সাক্ষ্য? অনিচ্ছা সত্ত্বেও করা বিয়ে কর বউয়ের সঙ্গে কি অজান্তেই জড়িয়ে গিয়েছে? তাই ঝিলকে বিয়ের দিন ডেকে এনেছে? তার সঙ্গেই আবার সমস্ত আচার মেনে বিয়ে করবে? নাকি ঝিলকে দেখাবে তার জীবনের নতুন শুরু? দেখাবে সে কত ভাল আছে? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। তবে আপাতত এই প্রোমো দেখে যে দর্শক দারুণ খুশি সেটা স্পষ্ট।
'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের এই প্রোমো দেখে উচ্ছ্বাসে ফুটছে দর্শক। এক ব্যক্তি লেখেন, 'দারুণ হয়েছে প্রোমো। বিয়েটা যেন ঝিলের সঙ্গেই হয়।' কেউ আবার জানিয়েছেন গল্প ভাল এগোলেও, গতি কম। এক নেটিজেন লেখেন, 'কী ভাল মানিয়েছে দু'জনকে। এবার মজা জমবে।'
প্রসঙ্গত, 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় আবারও কামব্যাক করলেন মধুমিতা সরকার। বহু বছর পর আবারও তিনি ধারাবাহিকে ফিরলেন। অন্যদিকে নীল ভট্টাচার্যকে এর আগে দর্শক জি বাংলার 'অমর সঙ্গী'তে দেখেছিলেন শ্যামৌপ্তি মুদলির সঙ্গে। সেই ধারাবাহিক অল্প দিনেই শেষ হয়। তারপর তিনি চ্যানেল বদলে স্টার জলসার এই ধারাবাহিকে নায়ক হয়ে ফিরে আসেন। 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ বিকেল সাড়ে পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। তবে টিআরপি তালিকায় বিশেষ ভাল ফল করতে পারছে না এই ধারাবাহিক।
