২০০১ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, কাজল, করিনা কাপুর খান ও হৃতিক রোশন অভিনীত ছবি 'কভি খুশি কভি গম'। করণ জোহর পরিচালিত সেই ছবিতে ছোট্ট 'পু'-এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মালবিকা রাজ। যদিও তিনি এখন আর সেই ছোট্টটি নেই। খুব তাড়াতাড়িই মা হতে চলেছেন মালবিকা। এই খবর এসেছিল আগেই। এবার এল সুখবর। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে এই সুখবর নিজেই জানিয়েছেন মালবিকা।
অভিনেত্রী নিজেই সমাজমাধ্যমে মা হওয়ার খবর দিয়েছিলেন। জানিয়েছিলেন যে তিনি এবং তাঁর স্বামী প্রণব বগ্গা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। সেই মুহূর্তটা তাই দু'জনের জন্যই বিশেষ হতে চলেছে। পর্দায় বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলতে তিনি অভ্যস্ত, এবার সেই মালবিকাই ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেছেন বাস্তব জীবনের সবচেয়ে বড় চরিত্রের জন্য।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Malvika Raaj Bagga (@malvikaraaj)
মা হওয়ার খবর যখন মালবিকা সামনে আনেন, তখন তাঁর স্বামী প্রণবের সঙ্গে বেশকিছু ছবি ভাগ করে নিয়েছিলেন। যেখানে তাঁদের দু'জনকে বাবা ও মা লেখা দুটি টুপি পরে থাকতে দেখা গিয়েছিল। অভিনেত্রী তাঁর গর্ভাবস্থা পরীক্ষার কিট নিয়ে পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। ছবিগুলোতে ধরা পড়েছিল দম্পতির খুনসুটিও। তাই 'পু'কে ভালবাসায় ভরিয়েছিলেন অনুরাগীরা।
২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন মালবিকা। পাত্রের নাম প্রণব বগ্গা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। একাধিক কোম্পানির ডিরেক্টর। প্রায় ১০ বছরের প্রেম মালবিকা-প্রণবের। বিয়ের দেড় বছরের মাথায় দম্পতি দুই থেকে তিন হয়েছেন। মালবিকার কন্যার জন্মের ওই পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন বলি তারকা থেকে নেটিজেনরা।
'কভি খুশি কভি গম'-এর প্রায় ১৬ বছর পর, মালবিকা জয়ানাথ সি. পরঞ্জের পরিচালিত তেলুগু ভাষার নাটক ‘জয়দেব’ দিয়ে অভিনয়ে ফিরে আসেন। যদিও ২০১০-এ মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন মালবিকা। যদিও জয়ীর শিরোপা জোটেনি তাঁর। তিনি ২০২১ সালে নীলেশ সাহার পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘স্কোয়াড’ দিয়ে বলিউডে অভিষেক করেন।
তিনি সেখানে স্নাইপার আরিয়া-র চরিত্রে অভিনয় করেছিলেন, তার সঙ্গে রিনজিং ডেনজোংপাও অভিনয় করেছিলেন। এই ছবিটি ২০২১ সালের নভেম্বরে জি ফাইভে মুক্তি পায়। ২০২৪ সালে, মালবিকা এমএক্স প্লেয়ারের ক্রাইম-থ্রিলার সিরিজ ‘সোয়াইপ ক্রাইম’-এ অভিনয় করেছিলেন। আটটি পর্বের এই সিরিজটি একটি ইউনিভার্সিটিতে তৈরি হওয়া রহস্য এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উপর কেন্দ্রীভূত।
প্রসঙ্গত, ১৯৯৩-এর ১৮ সেপ্টেম্বর মুম্বইতে জন্ম মালবিকা রাজ-এর। অভিনয় জগতে হাতেখড়ি করণ জোহর পরিচালিত সিনেমা ‘কভি খুশি কভি গম’-এ। এই ছবিতে করিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন খুব সহজেই। এরপর অভিনয় জগতে তেমন ছাপ ফেলতে না পারলেও সমাজমাধ্যমে তাঁর অনুরাগী সংখ্যা মোটেই কম নয়। আজও তিনি দর্শকের চোখে পছন্দের তালিকায় রয়েছেন তা স্পষ্ট।