২০০১ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, কাজল, করিনা কাপুর খান ও হৃতিক রোশন অভিনীত ছবি 'কভি খুশি কভি গম'। করণ জোহর পরিচালিত সেই ছবিতে ছোট্ট 'পু'-এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মালবিকা রাজ। যদিও তিনি এখন আর সেই ছোট্টটি নেই। খুব তাড়াতাড়িই মা হতে চলেছেন মালবিকা। এই খবর এসেছিল আগেই। এবার এল সুখবর। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে এই সুখবর নিজেই জানিয়েছেন মালবিকা। 

 


অভিনেত্রী নিজেই সমাজমাধ্যমে মা হওয়ার খবর দিয়েছিলেন। জানিয়েছিলেন যে তিনি এবং তাঁর স্বামী প্রণব বগ্গা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। সেই মুহূর্তটা তাই দু'জনের জন্যই বিশেষ হতে চলেছে। পর্দায় বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলতে তিনি অভ্যস্ত, এবার সেই মালবিকাই ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেছেন বাস্তব জীবনের সবচেয়ে বড় চরিত্রের জন্য।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Malvika Raaj Bagga (@malvikaraaj)