নন্দী মুভিজ-এর নতুন অফিস উদ্বোধনে হাজির ছিলেন বহু টলি তারকা। অনুষ্ঠানে একসঙ্গে নজর কাড়লেন জিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। একদিকে সায়ন্তন ঘোষালের পরিচালনায় মুক্তি পেয়েছে ঋতুপর্ণার ছবি 'ম্যাডাম সেনগুপ্ত'। অন্যদিকে পথিকৃৎ বসুর পরিচালনায় আসছে জিৎ-এর নতুন ছবি 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। একসঙ্গে এসে আগামী কাজ নিয়ে মুখ খুললেন দুই তারকা।
জিৎ ও ঋতুপর্ণাকে একসঙ্গে অনুষ্ঠানে ঢুকতে দেখে খানিকটা অবাক হয়েছিলেন অনুরাগীরা। তাই প্রশ্ন উঠে আসে, এই অনুষ্ঠানে এসে একসঙ্গে কেমন লাগছে? জবাবে হাসিমুখে জিৎ-কে বলতে শোনা যায়, "আমায় দেখে কী মনে হচ্ছে? এখন তো শুধু অনুষ্ঠানে একসঙ্গে এলাম। ভবিষ্যতে আমাদের দু'জনকে বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে।"
জিৎ-এর কথায় সায় দিয়ে ঋতুপর্ণার জবাব, "অবশ্যই! যদি প্রযোজক চান আমাদের দু'জনকে একসঙ্গে দেখা যাবে পর্দায়।"

চলতি জুলাই মাসেই মুক্তি পেয়েছে 'ম্যাডাম সেনগুপ্ত'। সেই সিনেমার রেশ এখনও কাটেনি। তার মাঝেই শুক্রবার, ২৫ জুলাই গোটা দেশজুড়ে নতুন অভিযান শুরু করল 'ম্যাডাম সেনগুপ্ত'। খোলসা করে বলতে হলে, ভারতের বিভিন্ন শহরে মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত এই ছবি। এরমাঝেই প্রযোজনা সংস্থার বড় ঘোষণা- 'ম্যাডাম সেনগুপ্ত ২' আসছে। আবার রহস্য-রোমাঞ্চে ভরপুর ফ্র্যাঞ্চাইজির মুখ ঋতুপর্ণা। অতঃপর তাঁর হাত ধরেই যে সায়ন্তন ঘোষালের গোয়েন্দা ব্রহ্মাণ্ড এগোচ্ছে, তা বলাই যায়। যদিও নির্মাতারা এখনই ছবির গল্প ফাঁস করতে নারাজ। তবে জানা গেল, আগের ছবির অন্তর্ধান রহস্যের সঙ্গে এবারের গল্পের কোনও যোগ নেই। সম্ভবত ভিন্ন গল্প নিয়েই ফ্র্যাঞ্চাইজি এগোবে। যদিও 'ম্যাডাম সেনগুপ্ত'র গল্প শেষ হওয়ার সঙ্গেই পরিচালক দ্বিতীয় ছবির ইঙ্গিত দিয়েছিলেন। তবে এবারের গল্প কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।
আরও পড়ুন: অগস্ত্যর সঙ্গে প্রেম ভাঙল সুহানার! শাহরুখ-কন্যা কি ফিরলেন প্রাক্তন অহন পাণ্ডের কাছেই? জল্পনা তুঙ্গে
অন্যদিকে, বিল্পবী অনন্ত সিং-এর বায়োপিক নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। ছবির নাম 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। ছবিতে মুখ্য চরিত্র অনন্ত সিং-এর ভূমিকায় দেখা যাবে জিৎকে। গল্পটা ১৯৬০-এর দশকের কলকাতার পটভূমিতে নির্মিত। অনন্ত একজন রহস্যময় মানুষ। সে আসলে ডাকাত নাকি বিপ্লবী সেটাই এই ছবির মূল প্রশ্ন। অনন্ত গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য ধনীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এমনকী ব্যাঙ্ক ডাকাতি করতেও হাত কাঁপে না তার। ইন্সপেক্টর দেবী রায়ের নেতৃত্বে পুলিশ যখন তাকে খুঁজে বের করার চেষ্টা করে, তখন অনন্তের সূক্ষ্ম পরিকল্পনা এবং সামরিক দক্ষতা তাকে এগিয়ে রাখে ও পুলিশের কাজ কঠিন হয়ে পড়ে। অনন্তের জীবনে আছে এক নির্মম অতীত। কী সেই অতীত? তা কি উন্মোচিত হবে এই ছবিতে? সেটাই দেখার।
আরও পড়ুন: মেগা সিরিজে পিঙ্কি ব্যানার্জি, 'বাড়ুজ্জে ফ্যামিলি'তে কোন বিপদ ডেকে আনবেন অভিনেত্রী?
দুটো ছবির প্রযোজনাতেই থাকছে নন্দী মুভিজ। এর মাঝেই জিৎ ও ঋতুপর্ণার নতুন ছবির ঘোষণা যেন আরও উত্তেজনা বাড়ালো দর্শক মহলে।
