বলিউডে এখন 'সাইয়ারা'র দাপট! এই ছবির বক্স অফিসে সাফল্য দেখে পিছু হটছে একের পর এক ছবি। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন অহন পাণ্ডে ও অনিত পাড্ডা। ছবির পাশাপাশি এই জুটিকেও দর্শক বিপুল ভালবাসা দিয়েছেন। ছবির সাফল্যের সঙ্গে দর্শকের মুখে এখন একটাই নাম অহন পাণ্ডে।
অহন, অনন্যা পাণ্ডের কাকার ছেলে। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আলানা পাণ্ডের ভাই সে। মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে 'সাইয়ারা'। বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে!
 
 ছবিতে অহন পাণ্ডের সঙ্গে রোম্যান্স করছেন অনিত পড্ডা। তাঁদের দু'জনের অনস্ক্রিন রসায়ন ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। দর্শক তাঁদের জুটি পছন্দ করছেন। এই ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন বলি তারকারাও। সেই অহনের সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শাহরুখ-কন্যা সুহানা খান। সম্প্রতি এমনই গুঞ্জন শোনা গিয়েছিল টিনসেল টাউনে।
আরও পড়ুন: গা ছমছমে ভূত না কি টাইম ট্রাভেল? ‘বাধাই হো’ খ্যাত পরিচালকের নির্দেশে কোন ধরনের ছবিতে এবার রণবীর?
 
 তখন সুহানা ও আহান কেউই সিনেমার জগতে পা দেননি। কিন্তু পাপারাজ্জিদের কল্যাণে সুহানা ও আহান প্রথম থেকেই খবরে থাকতেন। সেই সুবাদেই বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান ও সুহানার ডেটিংয়ের ভিডিও। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দু'জনকে।
 
 শোনা যায়, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার আগে আহানকেই নাকি মন দিয়েছিলেন সুহানা। আর কিন্তু তাঁদের বন্ধুত্ব গাঢ় হওয়ার আগেই সুহানার মন জিতে নেন অমিতাভের নাতি। গুঞ্জনে রয়েছ, অগস্ত্যর জন্যই নাকি সুহানার জীবন থেকে সরে যান আহান। এরপর অগস্ত্য ও সুহানা মিলে 'দ্য আর্চিস' সিরিজে পা রাখেন। তারপর থেকেই দু'জনের প্রেম বাড়ে। তবে এখন কি দূরত্ব তৈরি হয়েছে সুহানা ও অগস্ত্যর মধ্যে? সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে শাহরুখ-কন্যা ও অগস্ত্যকে একই পার্টিতে দেখা যাচ্ছে। 

শুধু দেখাই যাচ্ছে না, দু'জনকে আলাদা দেখা যাচ্ছে! এমনকী একসঙ্গে ক্যামেরায় পোজ দিতেও দেখা যায়নি তাঁদের। একসঙ্গে নিজস্বী তুলতেও দেখা যায়নি সুহানা-অগস্ত্যকে। সেই থেকেই দু'জনের আচরণে অবাক হয়েছেন অনুরাগীরা। তবে কি চিড় ধরেছে জুটির প্রেমে? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দু'জনের কেউই। যদিও দু'জনের প্রেম নিয়েও কখনও মুখ খুলতে দেখা যায়নি সুহানা-অগস্ত্যকে। ব্যক্তিগত জীবন খানিকটা আড়ালেই রাখতে চান দু'জন। এর মাঝেই অহনের সঙ্গে সুহানার প্রাক্তন সম্পর্কের গুঞ্জন ছড়াতেই তা নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আগামীতে অগস্ত্যকে দেখা যেতে চলেছে 'ইক্কিস' ছবিতে। এই ছবিতে অগস্ত্যের সঙ্গে থাকছেন ধর্মেন্দ্র ও জয়দীপ আহলাওয়াত। তবে এই সিনেমার মূল হিরো অগস্ত্য—আর তার কাঁধে সেই চরিত্র, যিনি ভারতের ইতিহাসে রয়ে গেছেন সাহসিকতার চরম উদাহরণ হয়ে। যুদ্ধের আবহে শুরু হয় ঘোষণার ভিডিও—১৯৭১ সালের বসন্তে যুদ্ধ চলাকালীন অরুণের মৃত্যুসংবাদ তাঁর বাবাকে জানানো চিঠির আবেগঘন পাঠে। তারপর একের পর এক ছায়াময় যুদ্ধদৃশ্য—বিস্ফোরণ, ধোঁয়ার মধ্যে শত্রুর মুখোমুখি অরুণ ক্ষেত্রপাল, অনড়, নির্ভীক, দেশভক্তিতে দীপ্ত।
এই ইমোশন, এই গর্ব—‘ইক্কিস’ যেন শুধু অগস্ত্যর বলিউডে পা রাখার গল্প নয়, বরং এক সাহসী শহিদের আত্মবলিদানকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার অনন্য প্রয়াস।
 
 অন্যদিকে মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, জগদীপ সিধুর পরিচালনায় 'ম্যাডক ফিল্মস'-এর ব্যানারে আসছে একটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি। সেখানেই ডেবিউ করতে চলেছেন নওমিকা। তাঁর বিপরীতে নাকি দেখা যেতে চলেছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করেননি নির্মাতারা। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে বলিউডের অন্দরে।
